গহীন জঙ্গলের ২১টি নতুন প্রাণীর খোঁজ দিলেন লিওনার্দো

গহীন জঙ্গলের ২১টি নতুন প্রাণীর খোঁজ দিলেন লিওনার্দো

‘টাইটানিক’ ছবিতে প্রেমিক জ্যাককে সবাই চেনেন। সেই জ্যাকের চরিত্রে যিনি ছিলেন, তিনি হলিউডের প্রথম সারির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে অভিনয়ের বাইরেও তিনি পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশের গহীন জঙ্গলে অভিযান চালান, খোঁজ নেন সংকটে পড়া জীববৈচিত্র্যর ওপর।

‘টাইটানিক’ ছবিতে প্রেমিক জ্যাককে সবাই চেনেন। সেই জ্যাকের চরিত্রে যিনি ছিলেন, তিনি হলিউডের প্রথম সারির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে অভিনয়ের বাইরেও তিনি পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশের গহীন জঙ্গলে অভিযান চালান, খোঁজ নেন সংকটে পড়া জীববৈচিত্র্যর ওপর।

বিভিন্ন ব্যস্ততা শেষে যখন একটু সময় মেলে লিওনার্দোর, তখনই জঙ্গলে বেড়াতে যান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন লিওনার্দো। সেখানে দেখা যায়, মাদাগাস্কারে যাওয়া এক অভিযান থেকে অস্তিত্ব হারানো ২১ টি প্রাণী পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। যদিও বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, এসব প্রাণী এখন অতীত; তারা হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে।    অভিনেতা লিওনার্দো যেসব প্রজাতির প্রাণীর খোঁজ দিয়েছেন, তার মধ্যে রয়েছে পিঁপড়ের মতো গুবরে পোকা, তিন রকমের রঙিন মাছ, লাফাতে পারে এমন পাঁচ রকম মাকড়শা, একটি বিশালাকার কেন্নো জাতীয় প্রাণী; যেসব ১৮৯৭ সালের পর কখনও দেখা যায়নি।

লিওনার্দো ওই পোস্টে আরও উল্লেখ করেন, নিখোঁজ এসব প্রাণিগুলোর সন্ধান মিলেছে মাদাগাস্কারের মাকিলা জঙ্গল থেকে। তবে এসব প্রাণী পৃথিবীর আর কোথাও দেখা যায় না। কিন্তু মাদাগাস্কারের এই জঙ্গল চাষবাস ও গাছ কাটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে।

২১টি নতুন প্রজাতির প্রাণীর খোঁজ মিলিয়ে দেওয়া বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কারজয়ী একজন অভিনেতা। ডিক্যাপ্রিও অভিনয়ের পাশাপাশি চালিয়ে গেছেন পরিবেশ আন্দোলন। ১৯৯৮ সালে তিনি পরিবেশ রক্ষার তাগিদে নিজের সংস্থা ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ স্থাপন করেন। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্রদূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার ও ত্রাণের কাজকর্ম করে থাকে লিওনার্দোর সংস্থা। নিজের সংস্থার মাধ্যমে হলিউড অভিনেতা ‘ওয়াটার প্ল্যানেট’, ‘গ্লোবাল ওয়ার্মিং’ নামে পরিবেশের ওপর ২টি ছোটো ওয়েব ফিল্মও প্রযোজনা করেছেন।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *