কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়’, ‘সংস্কারমনা ভিসি চাই, দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ-সাহসী ভিসি চাই, সেশনজটর কবর চাই’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইবিতে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ঠিকমতো আমাদের ক্লাস হচ্ছে না। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই, অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হোক। সেইসঙ্গে একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উাপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে কেন বিলম্ব হচ্ছে। আমরা চাই, অবিলম্বে সৎ এবং সংস্কারমনা উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

রাকিব হোসেন/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *