বাজারে চলে এসেছে অ্যাপলের নতুন মুঠোফোন আইফোন ১৬। অনেকেই নতুন ফোনটি কিনেছেন। অনেকে কেনার অপেক্ষায় আছেন। তবে সবার জন্য এই নতুন ফোনটি ‘বাজেট ফ্রেন্ডলি’ নয়।
বাজারে চলে এসেছে অ্যাপলের নতুন মুঠোফোন আইফোন ১৬। অনেকেই নতুন ফোনটি কিনেছেন। অনেকে কেনার অপেক্ষায় আছেন। তবে সবার জন্য এই নতুন ফোনটি ‘বাজেট ফ্রেন্ডলি’ নয়।
আইফোন ইনডেক্স সর্বশেষ তথ্যে জানিয়েছে, নতুন আইফোন ১৬ কেনার সামর্থ্য অর্জনে কোন দেশের মানুষের কতদিন কাজ করতে হবে।
এতে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের মানুষ মাত্র চারদিন কাজ করলেই একটি নতুন আইফোন ১৬ কিনতে পারবেন। মার্কিন নাগরিকদের কাজ করতে হবে ৫ দশমিক ১ দিন। আর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের একজন নাগরিকের নতুন আইফোন কিনতে কাজ করতে হবে ৪৭ দশমিক ৬ দিন….
তুরস্ক ও ফিলিপাইন
ব্রাজিল
ভিয়েতনাম
ভারত
থাইল্যান্ড
মেক্সিকো
চিলি
মন্টিনিগ্রো
গ্রীস
মালয়েশিয়া
চীন
হাঙ্গেরি
পর্তুগাল
স্লোভাকিয়া
লাটভিয়া
ক্রোয়েশিয়া
লিথুয়ানিয়া
পোল্যান্ড
তাইওয়ান
স্লোভেনিয়া
চেকিয়া
মাল্টা
এস্তোনিয়া
ইতালি
স্পেন
সাইপ্রাস
জাপান
হংকং
বেলজিয়াম
অস্ট্রিয়া
ফ্রান্স
সুইডেন
দক্ষিণ কোরিয়া
পুয়ের্তো রিকো
ফিনল্যান্ড
নেদারল্যান্ডস
যুক্তরাজ্য
জার্মানি
আয়ারল্যান্ড
নিউজিল্যান্ড
নরওয়ে
কানাডা
সংযুক্ত আরব আমিরাত
ডেনমার্ক
লুক্সেমবার্গ
সিঙ্গাপুর
অস্ট্রেলিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ড