দুই দফা দাবি নিয়ে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারাদেশের মতো রাজবাড়ীতেও ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের সব কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দুই দফা দাবি নিয়ে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারাদেশের মতো রাজবাড়ীতেও ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের সব কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ইঅ্যান্ডসি) আব্দুল্লাহ আল মামুন, এজিএম (এমএস) আব্দুল বাসেত, এজিএম (আইটি) রাসেল আহমেদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, সহকারী স্টোর কিপার মাহমুদুল হাসান, বিলিং সুপারভাইজার এসলিমা খাতুন, মিটার রিডার দাউদ খান, লাইনম্যান আসাদুজ্জামান, হেমায়েত প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এর আগে একাধিকবার বৈঠক করেও সমাধান না হওয়ায় আবারো মানববন্ধনে অংশ নেয় সমিতির সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিসহ আরো কঠোর কর্মসূচি বাস্তবায়নের কথা জানায় সমিতির সদস্য ও নেতাকর্মীরা।
এসময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ইঞ্জিনিয়ার গোলাম আহম্মদ, পাংশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুর রব, এজিএম(প্রশাসন) বিশ্বাস রিয়াজুল হক, বালিয়াকান্দি জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) আলিউল হাসান, গোয়ালন্দ জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) শাহীন আলম, কালুখালী জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) ফিরোজ হোসন, সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মো. শহিদুল ইসলাম, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মো. মোখলেছুর রহমান, জুনিয়র আইটি নাসিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস