আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের পর ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য ড.বদরুজ্জামান ভূঁইয়া। বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের পর ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য ড.বদরুজ্জামান ভূঁইয়া। বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগপত্রে বদরুজ্জামান ভূঁইয়া উল্লেখ করেছেন, ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। এদিন সকালে পদ ছাড়েন প্রক্টর ড. আব্দুল কাইউম।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ করে বরিশাল ছেড়েছেন। ভিসির চলে যাওয়ায় ঢাকা বরিশাল মহাসড়কে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সর্বশেষ (১৯ আগস্ট) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। যদিও তার আগে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছিলেন ভিসি ও প্রক্টর।
সৈয়দ মেহেদী হাসান/আরকে