ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত

ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত

গ্রেট ব্রিটেন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, ব্রিটিশ বাঙালিদের কল্যাণে ও নিজেদের ঐকতানে  ব্রিটেনে বাংলা মিডিয়ায় রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন– ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল মিটিং লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

গ্রেট ব্রিটেন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, ব্রিটিশ বাঙালিদের কল্যাণে ও নিজেদের ঐকতানে  ব্রিটেনে বাংলা মিডিয়ায় রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন– ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল মিটিং লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, সংগঠনের সহ সভাপতি জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, সংগঠনের সহ সভাপতি ২৬শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, ইকরা টিভির প্রেজেন্টার মিজানুর রহমান মীরু, সংগঠনের ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার নলজুরের লন্ডন প্রতিনিধি ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জগন্নাথপুর টাইমসের কন্ট্রিবিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ, অনুপম নিউজ২৪ এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ও মাছুম জামান প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষা বৃত্তি ২০২৫ আগামী জানুয়ারি মাসে দেওয়া হবে। এর জন্য আগের নীতিমালা অনুসরণ করে অনুদান প্রদানকারীর তালিকা প্রস্তুত করা হয়। এ ছাড়া ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ এবং বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার ২০২৪ প্রদানে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়।

এতে আরও অনেক বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং এজিএম নভেম্বরে করার সিদ্ধান্ত হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *