অবশেষে বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ তারকা

অবশেষে বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ তারকা

কয়েক মৌসুম ধরে গুঞ্জন উঠলেও, সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছিল না দানি ওলমোর। অবশেষে স্পেনের এবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম এই কারিগর কাতালুনিয়ায় ফিরছেন। ইতোমধ্যে এ নিয়ে তার বর্তমান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে বার্সার মৌখিক চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। একই তথ্য জানিয়েছে ইতালির দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

কয়েক মৌসুম ধরে গুঞ্জন উঠলেও, সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছিল না দানি ওলমোর। অবশেষে স্পেনের এবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম এই কারিগর কাতালুনিয়ায় ফিরছেন। ইতোমধ্যে এ নিয়ে তার বর্তমান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে বার্সার মৌখিক চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। একই তথ্য জানিয়েছে ইতালির দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রোমানো বলছেন, লাইপজিগে বার্সার ডিরেক্টর ডেকোর মিশনে দানি ওলমোর দলবদলের বিষয়ে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। যেখানে ৫৫ মিলিয়ন ইউরো প্যাকেজের সঙ্গে অতিরিক্ত ৭ মিলিয়ন ইউরো মূল্য ধরা হয়েছে। ওলমোর সঙ্গে এই চুক্তি ৬ বছরের, যার মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। তিনি নিজেও বার্সায় যেতে প্রস্তুত।

এদিকে, স্প্যানিশ সংমাধ্যম মুন্দো দিপোর্তিভোর খবরে বলা হয়, তাকে পেতে ৪৭ মিলিয়ন ইউরো খরচ হবে ক্লাবটির। এ ছাড়াও শিরোপা জয় এবং ৬০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে রয়েছে বোনাস। বার্সেলোনা তার সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি। এ নিয়ে আজ (মঙ্গলবার) ওলমো, তার বাবা এবং ফুটবলারের এজেন্ট জুয়ানমা লোপেজ এবং অ্যান্ডি বারার সঙ্গে জার্মান শহরটিতে দেখা করেন বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর। শহরটিতে গত রাতেই গিয়েছিলেন ডেকো। সেখানে দুই পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

চুক্তিটি সম্পন্ন হলে ১০ বছরের ব্যবধানে ফের ক্যাম্প ন্যুতে ফেরা হচ্ছে ওলমোর। ২৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকার শৈশব কেটেছে বার্সার ফুটবল একাডেমি লা মাসিয়ায়। যদিও ক্লাবটির হয়ে সিনিয়র দলটিতে তার খেলার সুযোগ হয়নি। পরে তিনি যোগ দেন ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবে। পরবর্তীতে ২০২০ সালে জার্মান ক্লাব লাইপজিগের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

ওলমোর সবশেষ ২০২৩-২৪ মৌসুমটা কেটেছে ইনজুরি জর্জর। যদিও ২৫ ম্যাচে তিনি ১৩টি গোলে অবদান রেখেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। এরপর ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার সময়টা দারুণ গেছে, স্প্যানিশদের শিরোপা জেতার পথে তিনটি নকআউট ম্যাচেই গোল করেছেন ওলমো। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি, যা ২০১২ সালের পর স্পেনকে ইউরোর শিরোপা জয়ের পথে এগিয়ে দেয়। পরে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় ওলমো-দানি কারভাহালদের দলটি। 

দ্রুততম সময়ের ভেতর ওলমোর ব্যাপারে লাইপজিগের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেতে পারে। আনুষ্ঠানিকতা শেষ হলেই হ্যান্সি ফ্লিকের বার্সা স্কোয়াডে যুক্ত হবেন এই মিডফিল্ডার। ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা। আর সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *