কইন্ন্যা আঁকে গো আলপনা(Konya Akhe Go Alpona)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

কইন্ন্যা আঁকে গো আলপনা(Konya Akhe Go Alpona)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

 

কইন্ন্যা আঁকে গো আলপনা-বাংলা লিরিক্স:

কইন্ন্যা আকে গো,কইন্ন্যা আকে গো আলপনা
মেয়ে লোকের পাড়া গো আকে, আকে ধানের ছড়া

কইন্ন্যা আকে গো,কইন্ন্যা আকে

দাসী যাইবো শাক তুলিতে গোছলা ঘরের পাশে
শাকের মাথায় বাঘের পাড়া চমকে চমকে উঠে

দাসী যাইবো শাক তুলিতে গোছলা ঘরের পাশে
শাকের মাথায় বাঘের পাড়া চমকে চমকে উঠে

দাসী আকে দাসী গো আকে গো আলপনা
কাকের ঠ্যাং বকের ঠ্যাং, আকে ব্যাকা ত্যাড়া

দাসী আকে দাসী গো আকে গো আলপনা
কাকের ঠ্যাং বকের ঠ্যাং, আকে ব্যাকা ত্যাড়া

দাসী আকে দাসী গো আকে গো আলপনা

কইন্ন্যা রাধে গোসল সাইরা শালিক ধানের চিড়া
কটে বিন্নি ধানের খৈ
কইন্ন্যা রাধে গোসল সাইরা শালিক ধানের চিড়া
কটে বিন্নি ধানের খৈ

কতো রকম পিঠা তো গড়ে লেখা জোকা কৈ
কতো রকম পিঠা তো গড়ে লেখা জোকা কৈ

কইন্ন্যা আকে গো,কইন্ন্যা আকে গো আলপনা
মেয়ে লোকের পাড়া গো আকে, আকে ধানের ছড়া

কইন্ন্যা আকে গো,কইন্ন্যা আকে

ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু(Ghumayla Ghumayla Re Bondhu)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু(Ghumayla Ghumayla Re Bondhu)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলানা


ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু-বাংলা লিরিক্স:

এক বালিশে দুইটি মাথা
ছোট করে কেনো কওনা কথা

এক বালিশে দুইটি মাথা
ছোট করে কেনো কওনা কথা

ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু
পান খাইলানা
ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু
পান খাইলানা
ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু


বন্ধু তুমি আসবে বলে
জল টুঙ্গি ঘর বাধলাম জলে ।

বন্ধু তুমি আসবে বলে
জল টুঙ্গি ঘর বাধলাম জলে ।

চোখের কাজল জলে ভাসে 
উনি আইলেন না

চোখের কাজল জলে ভাসে 
উনি আইলেন না

ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু
পান খাইলানা
ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু
পান খাইলানা
ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু

হলুদ রে তুই (Holud Re Tui)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

হলুদ রে তুই (Holud Re Tui)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

হলুদ রে তুই কোন কোন কাজে লাগিস
হলুদ রে তুই কোন কোন কাজে লাগিস

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

মিন্দি রে তুই কোন কোন কাজে লাগিস
মিন্দি রে তুই কোন কোন কাজে লাগিস

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

ধান দূর্বা তুই কোন কোন কাজে লাগিস
ধান দূর্বা তুই কোন কোন কাজে লাগিস

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

শাড়ি রে তুই কোন  কোন কাজে লাগিস
শাড়ি রে তুই কোন  কোন কাজে লাগিস

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে
লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে
লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে

জেওর রে তুই কোন কোন  কাজে লাগিস
জেওর রে তুই কোন কোন  কাজে লাগিস

লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে
লাগিস কন্যার গায়ে লো
লাগিস কন্যার গায়ে
কি কামও করিল সাধু  (Ki Kamo Korilo Sadhu)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান

কি কামও করিল সাধু (Ki Kamo Korilo Sadhu)-লিরিক্স | কাজলরেখা সিনেমার গান


 কি কাম ও করিল সাধু 
কি কাম ওকরিল সাধু
কি কাম ও করিল রে

বাপের কালের ডিঙাখানা
দুস্তরও করিল
বাপের কালের ডিঙাখানা
দুস্তরও করিল
কি কাম ও করলি সাধু
কি কাম ও করলি সাধু
কি কাম ওকরলি রে

উত্তরালী গায়ে সাধু, পাল উগড়ায়ে দিল রে
উত্তরালী গায়ে সাধু, পাল উগড়ায়ে দিল

সুগন্ধি চাল নিল, নিল মিহি কাপড়
ঢাকাইয়া মসলিন অতি মনোহর

সুগন্ধি চাল নিল, নিল মিহি কাপড়
ঢাকাইয়া মসলিন অতি মনোহর

আর কি কি নিল সাধু, আর কি কি নিল রে..
আর কি কি নিল সাধু, আর কি কি নিল ..

আসবাবপত্র নিল, নিল কাসার থালি
নকশা কর দেইর নিল অতি বাহারি

আর কি কি নিল সাধু, আর কি কি নিল রে..
আর কি কি নিল সাধু, আর কি কি নিল ..

ডালা ভরা সুপারি দিতে পারে কোন ব্যাপার
ডালা ভরা সুপারি দিতে পারে কোন ব্যাপার


আমি ঘোমটা খুলে বদন তুলে(Ami Ghumta Khule Bodon Tule)-লিরিক্স | ধামাইল গান

আমি ঘোমটা খুলে বদন তুলে(Ami Ghumta Khule Bodon Tule)-লিরিক্স | ধামাইল গান

আমি ঘোমটা খুলে বদন তুলে-বাংলা লিরিক্স

 আমি ঘোমটা খুলে বদন তুলে-বাংলা লিরিক্স:

 আমি ঘোমটা খুলে বদন তুলে,

দেখেছিলাম চাইয়াগো দেখেছিলাম চাইয়া

আমি ঘোমটা খুলে বদন তুলে,
দেখেছিলাম চাইয়াগো দেখেছিলাম চাইয়া

আমার রসের নাগর যায় নাচিয়া,
নইদার বাজার দিয়াগো
আমার রসের নাগর যায় নাচিয়া,
নইদার বাজার দিয়াগো

আমি ঘোমটা খুলে বদন তুলে,
দেখেছিলাম চাইয়াগো দেখেছিলাম চাইয়া
$ads={1}
ওরে করি সুন্দর গিনি কিবা,
বাহুর হেলা দুলাগো বাহুর হেলা দুলা

ওরে হিয়ার ও দুলোনে দুলে মালতির ও মালাগো
ওরে হিয়ার ও দুলোনে দুলে মালতির ও মালাগো

ওরে সুর ও ধ্বনি আলো করলো,
গহর রুপের ছটা গো গহর রুপের ছটা
এগো রুপহেরিতে ঘোর পরেছে,
নব যুবতীর ঘটাগো
এগো রুপহেরিতে ঘোর পরেছে,
নব যুবতীর ঘটাগো

আমি ঘোমটা খুলে বদন তুলে,
দেখেছিলাম চাইয়াগো দেখেছিলাম চাইয়া

আরে দেখলে পরে মরবে কেঁপে,
কূলসে রবে নাগো কূলসে রবে নাগো

আমার দুটি নয়ন বাঁধা রইলো রুপবানে চাইয়াগো
আমার দুটি নয়ন বাঁধা রইলো রুপবানে চাইয়াগো
আরে মরচি মরচি আমি মরচি,