প্রেমের সমাধি ভেঙ্গে(Premer Somadhi Venge)-লিরিক্স | সোনালী দিনের গান

প্রেমের সমাধি ভেঙ্গে(Premer Somadhi Venge)-লিরিক্স | সোনালী দিনের গান

প্রেমের সমাধি ভেঙ্গে-বাংলা লিরিক্সঃ

 চলে যায়..
প্রাণের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়.

প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়..

আ আ আ আ
তোমায় পাবনা জানি,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায়..

আ আ আ
খাঁচার পাখি তবু
খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের
মায়া ছাড়ে না

আ আ আ আ
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়..

আ আ আ আ
ফুল ফুটেছিল
মনেরও বাগিচায়,

পানি বিনা পাপড়ি
সবই ঝরে যায়.
কোন অপরাধে,
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে

ও ও ও আ আ আ
আমি ছিলাম তোমার,
চোখের মনি;
কেন আঁধারে ডুবালে?

তুমি যাও চলে যাও,
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে,
বেঁচে রব জীবনে

আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়

আ আ আ আ
তীর ভাঙ্গা ঢেউ,
আমি নীড় ভাঙ্গা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে
সবই হল পর..

চেয়ে ছিলাম আমি,
হৃদয়ে তোমার সুখের
প্রদীপ জ্বালাবো..

আ আ আ ও ও ও
সুখে যদি থাক,
আমি শত দুঃখে হেসে যাব,
তুমি যাও চলে যাও,
শুধু স্মৃতি রেখে যাও.

প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়..

আ আ আ আ
তোমায় পাবনা জানি,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায়

আ আ আ আ
খাঁচার পাখি তবু
খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের
মায়া ছাড়ে না..

আ আ আ আ
পাখি যায় উড়ে যায়।
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়..
আমার হৃদয় ভেঙ্গে যায়..

Premer Somadhi Venge-Lyrics In English:

Chole jai..
Prener pakhi chole jai
Pinjor venge chole jai

Premer somadhi venge
Moner shikol chire 
Pakhi jai ure jai.

Tomai pabo na jani
Sudhu choker pani
Diye gale amai
Khachar pakhi tabu
Khachai thake na
Boner o pakhi boner
Maya chare na

যাও পাখি বলো তারে (Jao Pakhi Bolo Tare)-লিরিক্স | কৃষ্ণকলি

যাও পাখি বলো তারে (Jao Pakhi Bolo Tare)-লিরিক্স | কৃষ্ণকলি

 


যাও পাখি বলো তারে-বাংলা লিরিক্সঃ

সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে

সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে

বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা
মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা

বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা
মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা

যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে

যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে

সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে

Jao Pakhi Bolo Tare-Lyrics In English:

Sonar o palonker ghore
Lekhe rekhe chilam daree

Jao pakhi bolo tare
Se jeno bhole na more
Suke theko, bholo theko
Mone rekho Ei amare

Sonar o palonker ghore
Lekhe rekhe chilam daree

Jao pakhi bolo tare
Se jeno bhole na more
Suke theko, bholo theko
Mone rekho Ei amare

Boker vitor nona betha
Choke amar jhore kotha

E par opar tolpar eka
Megher upor akash ure

Nadir  o par pakhir basa
Mone bondhu boro asa

Boker vitor nona betha
Choke amar jhore kotha

E par opar tolpar eka
Megher upor akash ure

Nadir  o par pakhir basa
Mone bondhu boro asa

Jao pakhi jare ure
Tare koyo amar hoiye

Chok jole jai dekhbo tare
Mon chole jai odur dure

Jao pakhi bolo tare
Se jeno vole na more
বাহির বলে দূরে থাকুক(Bahir Bole Dure Thakuk)-লিরিক্স | Habib & Nancy

বাহির বলে দূরে থাকুক(Bahir Bole Dure Thakuk)-লিরিক্স | Habib & Nancy

বাহির বলে দূরে থাকুক-বাংলা লিরিক্সঃ

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা..

ভিতর বলে দূরে থাকুক
বাহির বলে আসুকনা

ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে

সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না..

না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে

দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায় না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায় 

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা

ভিতর বলে দূরে থাকুক
বাহির বলে আসুকনা

Bahir Bole Dure Thakuk-Lyrics In English:

Bahir bole dure thakuk 
Vitor bole asuk na..

Vitor bole dure thakuk
Bahir bole asuk na
Dau  Jana ek nadir kase
Govir kishu shikar ase

Sei nadite noika vasai 
Vasasi kore vasai na..
Na dubai na vasai
Na Vasai na dubai
Jol dade agun o tane
Ami pori moddikhani
Dui dike dui khondo hoiye
Jai abar jai na..
Na nivai na jalai
Na jalai na nivai 

Bahir bole dure thakuk
Vitor bole asuk na
Vitor bole dure thakuk
Bahir bole asuk na..

Song Credit: 


কথা : মারজুক রাসেল
সুর : হাবিব ওয়াহিদ
শিল্পী : হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
 ছবি: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 
 Movie: Third Person Singular Number
Song: Bahir Bole Dure Thakuk
Cast: Mosharraf Karim & Tisha
Director: Mostofa Sarwar Farooki
Production: Impress Telefilm Limited

আমার মতো এতো সুখি (Amar Moto Eto Sukhi)-লিরিক্স | সোনালী দিনের গান

আমার মতো এতো সুখি (Amar Moto Eto Sukhi)-লিরিক্স | সোনালী দিনের গান

 

আমার মতো এতো সুখি -বাংলা লিরিক্সঃ


আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাধন

জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু
আসবে আমার মরন

আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন

বুকে ধরে যতো ফুল ফোটালাম
সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরি নাম..

বুকে ধরে যতো ফুল ফোটালাম
সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরি নাম..

কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন..

আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়…

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা এখন
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন..

কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাধন
জড়ানো মায়ার বাধন

Amar Moto Eto Sukhi-Lyrics In English:

Amar moto eto sukhi 
Noito karo jibon
Ki ador sanaho bhalobasai
Jorano mayar badhon
 
 Jani e badhon chera gale khovu 
Asbe amar moron

Amar moto eto sukhi 
Noito karo jibon
Noito karo jibon

Buke dhore joto phool photalam
Sei pholer kata chara ki pelam
Vagger porihas eri nam..

Buke dhore joto phool photalam
Sei pholer kata chara ki pelam
Vagger porihas eri nam..

Keno niotir kase bare bare
Heree jai monush emon..

Amar moto eto sukhi 
Noito karo jibon
Noito karo jibon

Charidite nirashar baluchor
Ki asai bedhachi ei khela ghor
Sopno venge dite elo jhor..

Charidite nirashar baluchor
Ki asai bedhachi ei khela ghor
Sopno venge dite elo jhor..

Keno momotar tane kede more
Bedonar kotha ekhon..
Amar moto eto suki 
Noito karo jibon

Ki Ador  senoho bhalobasai
Jorano mayar badhon
Jarano mayar badhon..

একটা ছিল সোনার কন্যা (Ekta Chilo Sonar Konna)-লিরিক্স | সুবীর নন্দী

একটা ছিল সোনার কন্যা (Ekta Chilo Sonar Konna)-লিরিক্স | সুবীর নন্দী


একটা ছিল সোনার কন্যা-বাংলা লিরিক্সঃ

 একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহা রে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি

কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল

কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল

সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না

ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না

একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহা রে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না

একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহা রে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি

সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে

সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে

আমার মন আনচান করে
আমার মন আনচান করে

আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন..

Ekta Chilo sonar Konna-Lyrics In english:


Ekta chilo sonar konna meghoboron kesh
Vati onchole chilo sei konnar desh

Du choke tar aha re ki maya
Nadir jole porlo konnar chaya

Tahar kotha boli
Tahar kotha bolte bolte nau douriya choil
Tahar kotha boli
Tahar kotha bolte bolte nau douriya choil

Konnar chirol-birol chul
Tahar kese joba phol

আমার যমুনার জল দেখতে কালো (Amar Jamunar Jol dekhte Kalo)-লিরিক্স | ফজলুর রহমান বাবু

আমার যমুনার জল দেখতে কালো (Amar Jamunar Jol dekhte Kalo)-লিরিক্স | ফজলুর রহমান বাবু

Photo: Facebookআমার যমুনার জল দেখতে কালো-বাংলা লিরিক্সঃআমার যমুনার জল দেখতে কালোস্মান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেলো…
সাদা সাদা কালা কালা(Sada Sada Kala Kala)-লিরিক্স | হাওয়া সিনেমার গান

সাদা সাদা কালা কালা(Sada Sada Kala Kala)-লিরিক্স | হাওয়া সিনেমার গান

তুমি বন্ধু কালা পাখি 
আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি..

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি..


সাদা সাদা কালা কালা 
রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 
রং জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 
বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি 
আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি,

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি..

পিরিত ভালা গলার মালা 
বল্লে কি আর হয়,

যারে ভালো লাগে আমার 
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু 
চোখে নেশা হয়। 

সাদা সাদা কালা কালা 
রঙ জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 
রঙ জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা 
বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি 
আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি ..

তুমি বন্ধু কালা পাখি 
আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি..

বসন্ত কালে তোমায় 
বলতে পারিনি..


সাদা সাদা কালা কালা 
রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 
রং জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 
বসন্ত কালে ..


Sada Sada Kala Kala-Lyrics In English :

Tumi bondhu kala pakhi
Ami jeno ki
Bosonto kaale tomay
Bolte parini

Tumi bondhu kala pakhi
Ami jeno ki
Bosonto kaale tomay
Bolte parini

Sada sada kala kala
Rong jomeche sada kala

Hoichi ami mon pagla
Bosonto kaale

Pirit vala golar mala
Bolley ki aar hoy..
আমি ধন্য হয়েছি ওগো ধন্য ( Ami Dhonno Hoyechi Ogo Dhonno)-লিরিক্স | সোনালী দিনের গান

আমি ধন্য হয়েছি ওগো ধন্য ( Ami Dhonno Hoyechi Ogo Dhonno)-লিরিক্স | সোনালী দিনের গান

 আমি ধন্য হয়েছি ওগো ধন্য-বাংলা লিরিক্সঃআমি ধন্য হয়েছি ওগো ধন্যতোমারি প্রেমেরই জন্যআমি ধন্য হয়েছি ওগো…
ও হে শ্যাম  (O Hey Shyam)-লিরিক্স | পোড়ামন-২ সিনেমার গান

ও হে শ্যাম (O Hey Shyam)-লিরিক্স | পোড়ামন-২ সিনেমার গান

 


ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো-বাংলা লিরিক্স:

ও হে শ্যাম.. তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো 
ও হে শ্যাম…তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো 
বাগিচার কোল তুমি দুলিয়ায় নাচি আমি
মালা গেথে গলায় পরিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম..
বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক
এই বুকে লুকানো তুমি
জগতের লোক জানুক..
বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক
এই বুকে লুকানো তুমি
জগতের লোক জানুক..
আকাশের চাঁদ তুমি ধরিয়া নাচি আমি
সারা অঙ্গেতে মাখিব
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম…

সুবাষ মিশিয়া থাকে পাপড়ির ভাঁজে ভাঁজে
তেমন তুমি মিশে আছো
আমার দেহের মাঝে..
সুবাষ মিশিয়া থাকে পাপড়ির ভাঁজে ভাঁজে
তেমন তুমি মিশে আছো
আমার দেহের মাঝে
সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি
মনের মনি কোঠায় ৰাখিব
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো 
ও হে শ্যাম….

ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো 
ও হে শ্যাম….

তুই কি আমার হবি রে (Tui Ki Amar Hobi Re)-লিরিক্স | বিশ্বসুন্দরী  সিনেমার গান

তুই কি আমার হবি রে (Tui Ki Amar Hobi Re)-লিরিক্স | বিশ্বসুন্দরী সিনেমার গান

তুই কি আমার হবি রে


তুই কি আমার হবি রে-বাংলা লিরিক্স:

বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

রাতের সব তারা আছেদিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন মরন সবই রে
তুই কি আমার হবি রে?

আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে..
সেই কবিতা শুধু তোকে নিয়ে…

চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে….
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছে দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে…

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে…
তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
তুই কি আমার হবি রে?

Tui Ki Amar Hobi Re-Lyrics In Engligh:

Rater sob tara ache diner govire,
Boker majhe mon jakhane
Rakhbo toke sekhane
Tui Ki Amar hobe re ?

Rater sob tara ache diner govire,
Boker majhe mon jakhane
Rakh bo toke sekhane
Tui Ki Amar hobe re ?