কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী। সোমবার (১২ আগস্ট) রাত সোয়া ১০টার সময় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী। সোমবার (১২ আগস্ট) রাত সোয়া ১০টার সময় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সুপার জানান, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোন সংস্থার আপত্তি না থাকায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার রাত ৮টার পর থেকে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগিনা ও স্বজনরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে প্রস্তুতি নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে পশ্চিম দিকে চলে যায়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কিলার আব্বাস ও তার স্বজনরা কথা বলতে রাজি হয়নি। জানা যায়, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীর অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-২ থেকে সোমবার (১২ আগস্ট) মুক্তি পান।

শিহাব খান/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *