যেভাবে বিসিবির পরিচালক হলেন ফাহিম

যেভাবে বিসিবির পরিচালক হলেন ফাহিম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষক হিসেবে বেশ নামডাক নাজমুল আবেদীন ফাহিমের। বিসিবির সবশেষ নির্বাচনে তিনি পরিচালক হওয়ার লক্ষ্যে লড়েছিলেন খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। যদিও নির্বাচনে সুজনের জয় হয়। আজ (বুধবার) নতুন করে বিসিবির দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। প্রথম কোনো সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, একই সভায় বিসিবির পরিচালক হয়েছেন কোচ ফাহিম।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষক হিসেবে বেশ নামডাক নাজমুল আবেদীন ফাহিমের। বিসিবির সবশেষ নির্বাচনে তিনি পরিচালক হওয়ার লক্ষ্যে লড়েছিলেন খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। যদিও নির্বাচনে সুজনের জয় হয়। আজ (বুধবার) নতুন করে বিসিবির দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। প্রথম কোনো সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, একই সভায় বিসিবির পরিচালক হয়েছেন কোচ ফাহিম।

এর আগে থেকেই ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমের বোর্ডে আসার কথা শোনা যাচ্ছিল। তিনি বিকেএসপির কাউন্সিলর। পরিচালক হতে হলে প্রথমে প্রার্থীদের কাউন্সিলর হতে হয়। ফাহিম পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায়। যদিও গতকাল পর্যন্ত তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন ববি। আজকের বোর্ড সভায় তারই স্থলাভিষিক্ত হলেন ফাহিম। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

অন্যদিকে, পাপনের পরিবর্তে ফারুক আহমেদকে কোন প্রক্রিয়ায় বিসিবি সভাপতি করা হবে সেটাও নিশ্চিত হওয়া গেছে। প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ফারুক পরিচালক হন জালাল ইউনুসের জায়গায়। গতকাল বিসিবির সাবেক এই ক্রিকেট অপারেশন্সের প্রধান বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন। 

১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন প্রতিকূল পরিস্থিতির মাঝেও। যদিও নাজমুল হাসান পাপনের বোর্ডে তার অবস্থান ছিল নড়বড়ে। পরিচালক হয়েও ৮ বছর কোনো পদেই ছিলেন না তিনি। সবশেষ ২০২২ সালে হয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান। গতকাল জালাল ইউনুস পদত্যাগপত্র জমা দিয়ে বিসিবি থেকে সরে দাঁড়ান। গুঞ্জন ছিল ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তবে নিজের অবস্থানে অনঢ় ছিলেন সাজ্জাদুল ববি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে ববি জানিয়েছিলেন, ‘আমি তাদের বলেছি যেহেতু এনএসসি আমাকে তাদের কাউন্সিলর বানিয়েছে আর তারপরেই আমি পরিচালক হয়েছি। তারাই আমাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে।’ 

এসএইচ/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *