এলিনার অভিযোগের ব্যাখ্যা দিলেন অনন্য মামুন

এলিনার অভিযোগের ব্যাখ্যা দিলেন অনন্য মামুন

আসন্ন ছবি ‘দরদ’-এর নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক না মেটানোসহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তার কথায়, ভারতে ‘দরদ’ সিনেমায় ১৯ দিন শ্যুটিং করায় মামুন তাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন। এলিনার এ অভিযোগ বিভিন্ন আলোচনা-সমালোচনা সৃষ্টি করলে তা নিয়ে ব্যাখ্যা দেন নির্মাতা মামুন।

আসন্ন ছবি ‘দরদ’-এর নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক না মেটানোসহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তার কথায়, ভারতে ‘দরদ’ সিনেমায় ১৯ দিন শ্যুটিং করায় মামুন তাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন। এলিনার এ অভিযোগ বিভিন্ন আলোচনা-সমালোচনা সৃষ্টি করলে তা নিয়ে ব্যাখ্যা দেন নির্মাতা মামুন।

শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে অভিনেত্রী ও নির্মাতার মধ্যে হওয়া পূর্বের চুক্তিভিত্তিক বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন অনন্য মামুন। সেই পোস্টে অভিনেত্রী এলিনার সাম্প্রতিক যুক্তি-অভিযোগের প্রেক্ষিতে এক লম্বা পোস্টে নির্মাতা লেখেন, ‘জাতি কীভাবে জানবে উনি দরদ সিনেমায় অভিনয় করেছেন, সেটার সহজ উপায় হল অভিযোগ করা। আপনাকে আমি ও আমার সহকারী কথা বলার জন্য অফিসেও আসতে বলেছি। আপনি সেটা করলেন না। ’

এলিনার অভিযোগগুলোর ব্যাখ্যা দিয়ে অনন্য মামুন জানান, এলিনা প্রতিদিন ১০ হাজার টাকা করে নেওয়ার চুক্তি করেন। কিন্তু এক পর্যায়ে এলিনা তার কাছে এও দাবি করেন, সম্ভব হলে তিনি যতটুকু পারেন, মামুন যেন তাকে সেই পারিশ্রমিক দেন। তার ব্যাখ্যায় মামুন লেখেন, ‘কালও যখন আমার সাথে কথা হল, তখনও বলল আপনারা ইচ্ছামতো দিয়েন। আমি সেটার ছবি সহ প্রমাণ দিলাম।’

এলিনার দাবি করেছিলেন যে তিনি ১৯ দিন দরদে কাজ করেছিলেন। সে ব্যাখ্যায় মামুন উল্লেখ করেন, ‘উনি ৫ দিন কাজ করেছেন। যেহেতু শ্যুটিং ভারতে হয়েছে আমি উনাকে বলি আপনার শ্যুটিং কিন্তু ৫ দিন। উনি বললেন না মামুন ভাই পুরো শ্যুটিং টাই আমি থাকতে চাই। নতুন কিছু শিখব। এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে ১৯ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন।’

অভিনেত্রী এলিনাকে কোন সিনেমায় টাকা দেওয়া হয়নি, এমন অভিযোগের ব্যাখ্যায় মামুন লেখেন, ‘উনার কাছে কি কোন চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন। আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে। পরিচালক ও শিল্পীদের মত চুক্তিবদ্ধ কারিগর।’

সবশেষ এলিনার উদ্দেশ্যে নির্মাতা বলেন, ‘বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা ২০২৩ নভেম্বরের শ্যুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল। এত দিন পরে কেন? উত্তর টা হল এখন সবাইকে জানাতে হবে আপনি দরদ সিনেমায় কাজ করেছেন। এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা শাম্মি বলে আমাদের একজন শিল্পী আছে। আমার শিক্ষা হল আমি অনুরোধে কোন শিল্পীকে আর কাজে নিব না। চুক্তিপত্র ছাড়া কোন কাজ করব না। জানি এই লেখার পরে আপনি হয় তো আরও অনেক অভিযোগ করবেন। আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নিব।’

প্রসঙ্গত, গত বুধবার রাতে প্রথমে ফেসবুকে নাম প্রকাশ না করে নির্মাতা মামুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন এলিনা। এবং ওই রাতেই অনন্য মামুন লেখেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’

এ বিষয়ে এলিনা বলেন, ‘সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে ন্যায্য পাওনাটুকু দেননি। উলটো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, আমি নাকি অদক্ষ অভিনেতা। অথচ আমি কখনোই লবিং করে কাজ করিনি। আমার যোগ্যতা বলেই তিনি তার কয়েকটি সিনেমায় অভিনয় করিয়েছেন। আর টিজারে দেখা যায়নি বলে আমার কষ্টের কথা বললেন। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি। আমি গুরুত্বহীন কোনো চরিত্রে অভিনয় করিনি যে আমাকে রাখা যাবে না। আমি তো নায়িকা নই, চরিত্রাভিনেতা। আমার তো কাজ দিয়েই এগিয়ে যেতে হয়।’

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *