মারা গেছেন ‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি শিল্পী

মারা গেছেন ‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি শিল্পী

‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৯। সোশ্যাল মিডিয়ায় হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার চাচাতো বোন তথা ব্যান্ড সঙ্গী জেব বঙ্গাশ।

‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৯। সোশ্যাল মিডিয়ায় হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার চাচাতো বোন তথা ব্যান্ড সঙ্গী জেব বঙ্গাশ।

পাকিস্তানের সংগীত জগতে বেশ সুনাম রয়েছে হানিয়ার। ‘কোক স্টুডিও’তে ‘জেব অ্যান্ড হানিয়া’ ব্যান্ডের একাধিক জনপ্রিয় গান রয়েছে।

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হানিয়া। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অল্প সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিল্পী।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হানিয়া। তার কারণেই মৃত্যু হয়েছে। হানিয়ার মৃত্যুতে পাকিস্তানের শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, হোয়াটসঅ্যাপে হানিয়ার সঙ্গে হওয়া শেষ কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় সংগীতশিল্পী স্বানন্দ কিরকিরে। ক্যাপশনে শিল্পী লেখেন, ‘আমার প্রিয় হানিয়া আসলাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। গত রাতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। ‘দিওয়ারিস্ট’-এর ‘কহো ক্যায়া খেয়াল হ্যায়’তে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। এই তো কিছুদিন আগে। আমাদের একটা অসম্পূর্ণ অ্যালবামও রয়েছে। জেব বঙ্গাশ তোমার ও তোমার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা। ঈশ্বর তোমাকে এই বেদনা সইবার শক্তি যেন দেন।’

এরপরই হানিয়ার উদ্দেশ্যে স্বানন্দ লেখেন, ‘ওপারে আবার আমাদের দেখা হবে। ততদিন তোমার মিষ্টি কণ্ঠ ও সুরেলা গিটার আমাদের সঙ্গে থাকবে, কানে বাজতে থাকবে। আর মনে করাবে, কত বড় একটা ক্ষতি হয়ে গেল।’

শোনা যায়, গিটার পেলে হানিয়া খুব খুশি হতেন। তা বাজিয়েই যেন শান্তি পেতেন। পাকিস্তানি সিনেমা ‘দোবারা ফিরসে’র আবহসংগীত তৈরি করেছিলেন তিনি। ‘কোক স্টুডিও’কে তাদের ‘চল দিয়ে’ গানটি তুমুল জনপ্রিয়।

এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *