অতিথি আপ্যায়ন ইসলামের অন্যতম সৌন্দর্য ও মানবিক দিকগুলোর একটি। রাসূল সা. নিজে অতিথিকে আপ্যায়ন করাতেন সাহাবিদেরকেও উৎসাহিত করতেন। ইসলাম আগমনের আগেই রাসূল সা. মক্কায় যেসব গুণের কারণে সবার প্রিয় ছিলেন তার একটি অতিথি আপ্যায়ন।
অতিথি আপ্যায়ন ইসলামের অন্যতম সৌন্দর্য ও মানবিক দিকগুলোর একটি। রাসূল সা. নিজে অতিথিকে আপ্যায়ন করাতেন সাহাবিদেরকেও উৎসাহিত করতেন। ইসলাম আগমনের আগেই রাসূল সা. মক্কায় যেসব গুণের কারণে সবার প্রিয় ছিলেন তার একটি অতিথি আপ্যায়ন।
রাসূল সা. হেরা গুহায় প্রথমবার জিবরাঈল আ.-কে দেখে ভীতসন্ত্রস্ত হয়ে খাদিজা রা.-এর কাছে ফিরে গেলে তিনি তাঁকে যেসব বলে সান্ত্বনা দিয়েছিলেন এর মধ্যে অথিথি আপ্যায়নের কথাও আছে।
ভীতসন্ত্রস্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বলেন- আপনি শান্ত হোন। আল্লাহ আপনাকে কখনো লাঞ্চিত অপদস্থ করতে পারেন না। কারণ-
>> আপনি সবসময় আত্মীয়-স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করেন। (তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না বা অনাত্মীয় সূলভ আচরণ করেন না।>> আপনি সবসময় সত্য বলেন।
>> আপনি অপরের বোঝা বহন করেন। (কর্জ প্রভৃতি শোধ করেন।)>>নিঃস্বদের দেখাশোনা করেন।
>>অতিথিদের সেবা যত্ন করেন।>> বিপদগ্রস্তদের সাহয্য করেন এবং সত্যের সহায়তা করে।
অতিথি আপ্যায়নের বিষয়টিতে ইসলামে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের বিধি অনুযায়ী মেহমানদারি নবীজির সুন্নাত। আল্লাহর নবী হজরত ইবরাহিম আ. সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারির প্রথা চালু করেন।
আতিয়্যা আওফি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসূল সা.-কে বলতে শুনেছি, আল্লাহ তায়ালা হজরত ইবরাহিম আ.-কে এ কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন, তিনি মানুষকে খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। (তাম্বিহুল গাফিলিন)
মেহমানদারির ফজিলত সম্পর্কে আবদুল্লাহ ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মেহমানদারী করা হয়, উটের কুঁজের মাংস কাটার উদ্দেশে ছুরি যত দ্রুত অগ্রসর হয়, সে গৃহে বরকত তার চেয়েও দ্রুত প্রবেশ করে। (ইবনু মাজাহ)
অতিথি আপ্যায়নের প্রতি উৎসাহিত করে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেনম ‘নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে।’ (বুখারি)
অন্য বর্ণনায় রাসূল সা. বলেছেন, ‘যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই।’ (মুসনাদে আহমাদ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে।’ (বুখারি)