সাবেক এমপি মোহাম্মদ আলীর গ্রেপ্তারে হাতিয়ায় আনন্দ মিছিল

সাবেক এমপি মোহাম্মদ আলীর গ্রেপ্তারে হাতিয়ায় আনন্দ মিছিল

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে বিএনপি। সোমবার (১২ আগস্ট) বিকেলে হাতিয়া উপজেলার প্রধান সড়কে আনন্দ মিছিলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।  

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে বিএনপি। সোমবার (১২ আগস্ট) বিকেলে হাতিয়া উপজেলার প্রধান সড়কে আনন্দ মিছিলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।  

মিছিলে ‘হাতিয়া হাতিয়া-স্বাধীন স্বাধীন’, ‘নৌবাহিনী নৌবাহিনী-ধন্যবাদ ধন্যবাদ’, ‘মোহাম্মদ মোহাম্মদ-গডফাদার গডফাদার’, ‘গডফাদারের গ্রেপ্তারে-নৌবাহিনীকে ধন্যবাদ’ ইত্যাদি স্লোগানে মিছিলটি হাতিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, গত ১০ আগস্ট রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস ও তাদের বড় ছেলে আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। এদিকে নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে বিএনপি। এসব মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার জাহাজমারা, নলচিরা ও তমরউদ্দিন ইউনিয়নের বিভিন্ন  জায়গায় আনন্দ মিছিল হয়।

আরও জানা যায়, ১৯৮৬ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নোয়াখালী-৬ হাতিয়া থেকে সংসদে যান মোহাম্মদ আলী। ২০০৯ সালে নৌকার প্রার্থী হয়েও নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। পরে ২০১৪ ও ২০১৮ সালে স্ত্রী আয়েশা ফেরদাউস নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেসে খেলে নোয়াখালী-৬ হাতিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭১৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করায় আমরা খুশি হয়েছি। তাই বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাতে এ আনন্দ মিছিল বের করেছি। হাতিয়ায় স্বৈরশাসকের গ্রেপ্তারে সবাই বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করছে।

আনন্দ মিছিলে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আকরাম হোসাইন, ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম ও আইয়ুব চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মোস্তফা, দ্বীপ সরকারি ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন দুখু, রহমানিয়া মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব শাহেদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা ফেরাতে আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যেন সব নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে জন্য আমরা সব সময় কাজ করছি।

হাসিব আল আমিন/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *