রংপুরে পজিটিভ ফাউন্ডেশনের ৪০০ গাছের চারা রোপণ

রংপুরে পজিটিভ ফাউন্ডেশনের ৪০০ গাছের চারা রোপণ

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সবুজায়নে সাজাতে রংপুরে ৪০০ গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ ফাউন্ডেশন’। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের অনুপ্রেরণা থেকে সুন্দর সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপণের এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সবুজায়নে সাজাতে রংপুরে ৪০০ গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ ফাউন্ডেশন’। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের অনুপ্রেরণা থেকে সুন্দর সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপণের এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর নগরীর শাপলা চত্বর থেকে প্রেসক্লাব এবং মডার্ন মোড় থেকে তুলা গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়কসহ বেশকিছু এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এ কার্যক্রমে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

পজিটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাসান আলী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না পাশাপাশি বৃক্ষের যত্ন নেওয়া দরকার। আমরা যেসব গাছের চারা রোপণ করেছি, এর সঠিক পরিচর্যা ও যত্ন করা দরকার। তাহলে প্রতিটি গাছ হবে একেকটি শহীদ আবু সাঈদ, যা আমাদের জীবন বাঁচাতে সহযোগিতা করবে। কারণ প্রতিটি আমাদের জন্য আত্মত্যাগ করে।

তিনি আরও বলেন, পজিটিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করেছে। পাশাপাশি নতুন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করেছে স্বেচ্ছাসেবীরা। বর্তমানে বৃক্ষরোপণের পাশাপাশি পুলিশের কর্মবিরতিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। একইসঙ্গে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে সহযোগিতা করছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পজিটিভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মো. হোসাইন আলী, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান লাবনী, তানজিনা আক্তার সাহানা, হুমু আক্তার, রুবাইয়া আক্তার প্রমুখ।

পজিটিভ ফাউন্ডেশন ২০২১ সালে একঝাঁক তরুণ উদ্যমী স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। বেকারত্বের অভিশাপ দূরীকরণে ব্যক্তির স্ব-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে  কিছু পরিবারকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *