আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে স্থানীয় সরকার উপদেষ্টা

আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আহত চার পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আহত চার পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 

বুধবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপদেষ্টা। এসময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। 

এদিকে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, বুধবার সকালে ডিএনসিসির ৩২নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনের ময়লায় থাকা বোমা বিস্ফোরণ হয়ে ৪ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। তারা হলেন মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)।

স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারিরীক অবস্থার এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তাদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।  

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন, ডিএনসিসির পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

এএসএস/এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *