কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় আছেন সেই পলি

কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় আছেন সেই পলি

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকাদের একজন রিয়ানা রহমান পলি। ঢালিউডের অশ্লীল যুগে একের পর এক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকাদের একজন রিয়ানা রহমান পলি। ঢালিউডের অশ্লীল যুগে একের পর এক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 

সিনেমায় তার সাহসী ও খোলামেলা চরিত্র দর্শকমহলে যেমন প্রশংসিত ছিল, তেমনই নিন্দার কারণও ছিল। ক্যারিয়ারে প্রায় ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেখানে তার নায়ক ছিলেন প্রয়াত মান্না থেকে শুরু করে হালের শাকিব খান। 

তবে একটা সময় সিনেমার জগত থেকে হারিয়ে যান এই নায়িকা। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সংসার জীবনে। 

মাঝে দীর্ঘ সময় কেটে গেলেও সেভাবে আর অভিনয়ে দেখা মেলেনি পলির। তবে সোশ্যাল মিডিয়াতে ঠিকই সরব থাকেন তিনি। 

কাজ নিয়ে কোনো আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের মাঝে সাড়া ফেলার চেষ্টা করেন এই অভিনেত্রী। 

সম্প্রতি চলতি মাসেই নিজের জন্মদিনও ধুমধাম করে আয়োজন করেছেন পলি। যেখানে সহকর্মী, সাংবাদিক থেকে শুরু করে পরিচিত সকলকে নিয়েই আনন্দে মেতে ওঠেন তিনি। 

পলি জানান, তিনি ঘুরতে পছন্দ করেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরতেও দেখা মেলে এই অভিনেত্রীর। 

এছাড়া ফেসবুকেও নিজের দৈনন্দিন সকল মুহূর্তের ছবি, ভিডিও ভাগ করে নেন তিনি। যেখানে তাকে বেশ সাহসী ও খোলামেলা রূপেও দেখা মেলে। সেসব দেখে ভক্তরা যেমন প্রশংসা করেন, পাশাপাশি সমালোচনাতেও মেতে ওঠেন। 

নেটিজেনরা মনে করেন, বহুদিন ধরে সিনেমার কোনো কাজ নিয়ে আলোচনায় না থাকলেও সোশ্যাল মিডিয়া মাতিয়ে আলোচনায় থাকতে চাচ্ছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত এই নায়িকা। 

উল্লেখ্য, খুলনার মেয়ে পলি প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমাতে প্রয়াত তারকা মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। 

তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখ্যযোগ্য- আগুন আমার নাম, জাতশত্রু, আজকের আক্রমণ, কালা মানুষ, কঠিন পুরুষ, ঢাকার রানী, টাফ অপারেশন, টপ ক্রাইম, এলাকার ত্রাস, সাবধান সন্ত্রাসী,রঙ্গীন চশমা, ভাড়াটে খুনী, ডেয়ারিং, চরম শিক্ষা, আজকের তাজা খবর, ধর মাস্তান,মানিক বাদশা, অস্ত্রধারী, ফায়ার, যুদ্ধে যাব ও ক্ষত বিক্ষত।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *