মাঠে ফিরলেও নেইমারকে নিয়ে দুঃসংবাদ ব্রাজিলের

মাঠে ফিরলেও নেইমারকে নিয়ে দুঃসংবাদ ব্রাজিলের

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে সেটি সৌদি ক্লাব আল-হিলালের হয়ে। তাদের হয়ে পুরো ম্যাচ খেলতে পারলে জাতীয় দলে ফেরাও নিশ্চিত হতো এই তারকা ফরোয়ার্ডের। তবে ব্রাজিল সমর্থকদের সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। ২০২৫ সালের আগে ব্রাজিলের জার্সি গায়ে তুলবেন না নেইমার।

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে সেটি সৌদি ক্লাব আল-হিলালের হয়ে। তাদের হয়ে পুরো ম্যাচ খেলতে পারলে জাতীয় দলে ফেরাও নিশ্চিত হতো এই তারকা ফরোয়ার্ডের। তবে ব্রাজিল সমর্থকদের সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। ২০২৫ সালের আগে ব্রাজিলের জার্সি গায়ে তুলবেন না নেইমার।

নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যার জন্য ১ নভেম্বর তাদের দল ঘোষণা করার কথা কোচ দরিভাল জুনিয়রের। একইসঙ্গে সেলেসাও শিবির অপেক্ষায় ছিল নেইমারের মাঠে নেমে পুরো ম্যাচ খেলা দেখতে। যদিও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ৭৭ মিনিটে মাঠে নামলেন আল-হিলালের জার্সিতে। ম্যাচে তার কোনো গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও ৫-৪ গোলে বড় জয় পায় নেইমারের দল।

আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামবেন ৫ নভেম্বর। অর্থাৎ, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে আর নেইমারের খেলা দেখার সুযোগ নেই ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। যা নিয়ে নেইমার এবং ব্রাজিল দল উভয়পক্ষ আলোচনায় বসেছিল। সেখানেই সিদ্ধান্ত হয়– ২০২৫ সালের আগে নেইমার জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন না। সব ঠিক থাকলে তিনি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন আগামী বছরের মার্চে। ওই সময়ের মধ্যে আল-হিলাল তারকা নিজের পুরোনো ছন্দে পুরোপুরি ফিরবেন বলে বিশ্বাস ব্রাজিলের।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের জাতীয় দলের ফেরার বিষয়টি ঠিক সেই সময়ে আলোচিত হচ্ছে, যে উরুগুয়ের বিপক্ষে গত বছরের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন তিনি। আবার সেই দলটির বিপক্ষেই ব্রাজিল এবারের নভেম্বর উইন্ডোতে খেলবে। এ ছাড়া আল-হিলালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। সব বিষয়ই আলোচনা হয়েছে দলটির কোচিং স্টাফ ও নেইমারের স্টাফদের মাঝে। এরপরই উভয়পক্ষ তার জাতীয় দলে ফেরার নতুন সময়সীমা বেধে দেয়।

ব্রাজিল সর্বশেষ অক্টোবর উইন্ডোতে চিলি ও পেরুর বিপক্ষে বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছিল। যা তাদের স্বস্তি ফিরিয়েছে কিছুটা, এমনকি নেইমারকে দলে পাওয়ার ব্যাপারে যে আকাঙ্ক্ষা তীব্র হয়েছিল সেটিও কমে এসেছে। আল-হিলালও পরিকল্পনা সাজিয়েছে সেলেসাও তারকাকে নিয়ে। জানুয়ারি নাগাদ তার ফিটনেস ও ফর্ম নির্দিষ্ট শেপে আসলে আসন্ন প্রতিযোগিতাগুলোয় তার সার্ভিস পুরোপুরি পাওয়ার লক্ষ্য তাদের। ওই সময় সৌদি প্রো লিগের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হবে নেইমারকে। জানুয়ারির আগে তিনি কেবল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও সৌদি কিংস কাপে কেবল খেলতে পারবেন।

এ বছর এএফসির প্রতিযোগিতায় আরও তিনটি ম্যাচ খেলবে আল হিলাল। আগামী ৫ নভেম্বর এস্তেগলাল, ২৭ নভেম্বর আল–সাদ ও ৪ ডিসেম্বর আল গারাফার মুখোমুখি হবে ক্লাবটি। অন্যদিকে, ব্রাজিল ১৫ নভেম্বর মুখোমুখি হবে ভেনেজুয়েলার, এরপর ২০ নভেম্বর খেলবে উরুগুয়ের বিপক্ষে। যদিও এই দুই ম্যাচে থাকছেন না দলের প্রধান তারকা।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *