চট্টগ্রাম টেস্টের দলে লিটন দাসকে না দেখে কিছুটা অবাক হয়েছিলেন প্রায় সকলেই। প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে খেলা মাঠে গড়ানোর পরেই জানা যায়, কেন নেই লিটন। মূলত জ্বরের কারণেই ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটারকে নামানো হয়নি এই টেস্টে।
চট্টগ্রাম টেস্টের দলে লিটন দাসকে না দেখে কিছুটা অবাক হয়েছিলেন প্রায় সকলেই। প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে খেলা মাঠে গড়ানোর পরেই জানা যায়, কেন নেই লিটন। মূলত জ্বরের কারণেই ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটারকে নামানো হয়নি এই টেস্টে।
রাতে বিসিবি বিবৃতি দিয়ে জানিয়ে দিল লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ রয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এই টেস্টে তার আর নামবার সুযোগ নেই। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে পারবেন না তিনি। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সূত্রে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানিয়েছে বিসিবি।
জাতীয় দলের জানান, ‘২৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যা থেকেই সে উচ্চ মাত্রার জ্বরে ভুগছে। সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছিল, ওর ভাইরাল জ্বর হয়েছে। বর্তমানে সে হোটেল কক্ষে আইসোলেশনে আছে। শরীরে ব্যথা, দুর্বলতা ও কাশিও আছে। যদিও সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা কমেছে।’
পরশু ব্যাটিং অনুশীলনের সময় মাথায় বলের আঘাত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েছেন ব্যাকআপ উইকেটকিপার জাকের আলী। জ্বরের কারণে নেই লিটনও। দুই উইকেটকিপারের অনুপস্থিতিই আরেক উইকেটকিপার মাহিদুল ইসলামের অভিষেক হয়েছে জাতীয় দলে। বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের।
জেএ