জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৮ অক্টোবর) বার্লিনের স্থানীয় একটি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জার্মান বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

জার্মানি যুবদলের নেতা আনহার মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুল আব্দুল হান্নান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। এ ছাড়াও বাংলাদেশ সফরে থাকায় টেলিকনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সহসভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপির সভাপতি জসিম শিকদার, জার্মান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খাঁন মিঠু, প্রচার সম্পাদক শাহ আলম, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি এবং জার্মান যুবদলের নেতাকর্মীরা বদ্ধপরিকর। এ ছাড়াও আলোচনা সভায় বক্তারা, জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার, খুনি শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জার্মান যুবদল নেতা একরাম, রেদওয়ান, তারেক, শহীদ, সুমন, তানজিল, বেলাল, জনি ও আরিফসহ অনেকে।  

এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *