জামালপুরে জেলা আ.লীগের সম্পাদকসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে জেলা আ.লীগের সম্পাদকসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ ১১৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামালপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ ১১৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাদী হয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) জামালপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ সংলগ্ন জগবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতারা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে। এই ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবির বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছোট ভাই মির্জা শিপনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ১১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, গোলাম রব্বানী বাদী হয়ে ১১৯ জনের নামে মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুত্তাছিম বিল্লাহ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *