‘আমাদের কাজ শেষ নয়, একত্রিত হয়ে দেশের কাজ করব’

‘আমাদের কাজ শেষ নয়, একত্রিত হয়ে দেশের কাজ করব’

যশোর কমিউনিটির উদ্যোগে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

যশোর কমিউনিটির উদ্যোগে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. মো. রাইয়ান হাসান জানান, সবাই একত্রিত হয়ে নতুন উদ্যামে এগিয়ে যেতে হবে এবং সে যশোরকে সিটি করপোরেশন, লাল দির্ঘীর পাড়ের খাল সংস্করণ, ভৈরব নদীর পুনরুদ্ধার, আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এ সভায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ তার দাবিতে রাখেন প্রশাসনকে দ্রুত জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সংস্কার করার জন্য আপামর যে জনতা নেমেছিল। যেভাবে রাস্তায় নেমেছিল একইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, শুনতে ভয়, দেখতে ভয়, বলতে ভয়, লিখতে ভয়, এমন দেশকে, কে স্বাধীন কয়? স্বাধীনতার এতগুলো বছর পরে এসেও যদি মানুষের বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা না থাকে তাহলে মানুষ কেন ভাববে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে তারা এ বাংলাদেশ অর্জন করেছিল। স্বাধীনতা অর্জন করলেও আমাদের দেশ কিন্তু সংস্কার হয়নি। আমরা দেশ সংস্কার করতে নেমেছি। আমাদের এই সংস্কারের কাজটি বর্তমানেও চলমান রয়েছে। আমাদের কাজ শেষ নয়। আমরা সবাই একত্রিত হয়ে যেমন আন্দোলন করেছি তেমন এখনো একত্রিত হয়ে দেশের কাজ করব।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. মো. রাইয়ান হাসার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী পরিষদ সদস্য সঞ্জিত চক্রবর্তী, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ সান, প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম, সদস্য গাজী সোহেল আরমান, অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, জেসিনা মুর্শীদ প্রাপ্তি।

এ্যান্টনি দাস অপু/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *