অবৈধ যানবাহনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাচ্ছে বিএমপি

অবৈধ যানবাহনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাচ্ছে বিএমপি

বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবৈধ যানবাহন তৈরির কারখানা ও রেজিট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ। একইসঙ্গে যানজট নিরসনে রুট পুনর্বিন্যাস করা হবে।

বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবৈধ যানবাহন তৈরির কারখানা ও রেজিট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ। একইসঙ্গে যানজট নিরসনে রুট পুনর্বিন্যাস করা হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হেডকোয়াটার্সে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনার শফিকুল ইসলাম।

বিএমপি কমিশনার বলেন, মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে। সবগুলো সমস্যা একসঙ্গে সমাধান করার সুযোগ নেই। নগরীতে অসংখ্য অবৈধ যানবাহন চলাচল করে। বিশেষ করে ব্যাটারিচালিত হলুদ অটো। এসব গাড়ি যেসব ওয়ার্কশপে তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সড়কে চলাচলকারী অন্যান্য লাইসেন্সছাড়া গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে সম্মিলিতভাবে কাজ করে বরিশালকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আলী আশরাফ, এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন।

সৈয়দ মেহেদী হাসান/এমএসএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *