এবার ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরছেন ক্লপ

এবার ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরছেন ক্লপ

নয় বছরের সম্পর্ক ছিন্ন করে গত জানুয়ারিতে লিভারপুলের কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরপর এখনই তিনি নতুন করে আর কোচিংয়ে যুক্ত না হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে এরইমাঝে ফিরেছেন ফুটবলে, যদিও নতুন ভূমিকায় দেখা যাবে জার্মান এই টেকটিশিয়ানকে। তিনি দায়িত্ব নিচ্ছেন রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে।

নয় বছরের সম্পর্ক ছিন্ন করে গত জানুয়ারিতে লিভারপুলের কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরপর এখনই তিনি নতুন করে আর কোচিংয়ে যুক্ত না হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে এরইমাঝে ফিরেছেন ফুটবলে, যদিও নতুন ভূমিকায় দেখা যাবে জার্মান এই টেকটিশিয়ানকে। তিনি দায়িত্ব নিচ্ছেন রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে।

প্রতিষ্ঠানটির অধীনে জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলস–সহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান রয়েছে। যাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন সাবেক এই লিভারপুল কোচ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্লপ দায়িত্ব নেবেন বলে আনুষ্ঠানিক বিবৃতিতে রেড বুল কর্তৃপক্ষ জানিয়েছে।

লিভারপুলের দায়িত্ব নেওয়ার আগে ক্লপ ছিলেন স্বদেশি ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ডাগআউটে। গত মাসে (সেপ্টেম্বর) তিনি ফের পুরোনো ঠিকানায় ফেরেন, তবে সেটি ছিল কেবল একটি ম্যাচের জন্য। ডর্টমুন্ডের সাবেক দুই ফুটবলার লুকাস পিসচেক ও জ্যাকুব ব্লাসজিকোস্কির সম্মানে অনুষ্ঠিত ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর ইংল্যান্ড, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচিংয়ে ক্লপকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে তিনি সেসব নাকচ করে দেন। বোঝাই যাচ্ছিল তার ভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটাই এবার সামনে আনলেন ক্লপ।

সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের জার্মান দপ্তর থেকে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ক্লপের সঙ্গে চুক্তি রয়েছে রেড বুলের। এর মাঝে জার্মানিতে উপযুক্ত কোনো প্রস্তাব আসলে তিনি চাইলেই প্রতিষ্ঠানটি ছেড়ে যেতে পারবেন। শোনা যাচ্ছে জার্মান জাতীয় দলের দায়িত্বেও এক সময় দেখা যেতে পারে ৫৭ বছর বয়সী এই কোচকে। সেক্ষেত্রে উত্তর আমেরিকায় টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে কোচের পদ হারাতে জুলিয়ান নাগালসম্যান।

নতুন ভূমিকায় ফুটবলে ফেরার বিষয়ে ক্লপ বলছেন, ‘প্রায় ২৫ বছর সাইডলাইনে (কোচিং পদে) থাকার পর আমি এমন প্রজেক্টের চেয়ে রোমাঞ্চকর কিছুতে যুক্ত হতে পারতাম না। আমার ভূমিকা বদলাতে পারে, তবে ফুটবল এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আমার নিবেদন একই থাকবে।’

অন্যদিকে, রেড বুল কোম্পানির করপোরেট প্রজেক্ট এবং ইনভেস্টমেন্ট বিভাগের সিইও ওলিভার মিন্টজ্লাফ বলেন, ‘বিশ্ব ফুটবলে ক্লপ একজন কিংবদন্তি এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন। যার অসাধারণ দক্ষতা ও ক্যারিশমা রয়েছে। হেড অব সকার পদে তিনি আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত হয়ে এর উন্নয়নের প্রক্রিয়া পাল্টে দেবেন।’

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *