এবার বৈষম্য মুক্ত পুলিশ গঠনের দাবিতে বিক্ষোভ

এবার বৈষম্য মুক্ত পুলিশ গঠনের দাবিতে বিক্ষোভ

বৈষম্য মুক্ত পুলিশ গঠনসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন সিরাজগঞ্জে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। তারা পুলিশ লাইন্সে বিক্ষোভ করেছেন।

বৈষম্য মুক্ত পুলিশ গঠনসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন সিরাজগঞ্জে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। তারা পুলিশ লাইন্সে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্যরা। সেই সঙ্গে দাবি আদায় ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করে তারা। 

বিক্ষোভ থেকে ১১ দফা উত্থাপন করেন সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়ামিন হোসেন। এ সময় এসআই মো. জসিম উদ্দিন, এসআই আবু আহসান রাসেলসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

বৈষম্য মুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবিগুলো হলো—

স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হয়েছি সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড হতে হবে। সেই সঙ্গে চলমান  সহিংসতায় পুলিশ সদস্য আহত ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, যে সকল দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরির মতো শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসাবে গণ্য করতে হবে। 

শুভ কুমার ঘোষ/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *