চসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, তদারকি করছেন প্রধান নির্বাহী

চসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, তদারকি করছেন প্রধান নির্বাহী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রমের তদারকি করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রমের তদারকি করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। 

তিনি বৃহস্পতিবার সকাল থেকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেমকে সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম তদারকি করেন। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন আমরা পুরোদমে কাজ করতে পারিনি। ফলে শহরে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা জমে গেছে।  প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ওয়ার্ড কার্যালয়ে থাকে। এসব যন্ত্রপাতির প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের লোকবল অক্ষত আছে। আমরা আমাদের কাছে থাকা সচল যন্ত্রপাতি দিয়ে কাজ করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই নগরীকে পরিচ্ছন্ন করতে পারব। চসিক যে সমস্ত নাগরিক সেবা দেয় সেগুলোকে পুরোদমে সচল করতে আমরা মাঠপর্যায়ে তদারকি করছি। ইতোমধ্যে চসিকের বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে  চসিকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্বপালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ছাত্রজনতার প্রতিরোধের মুখে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়। এদিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। সোমবার দুপুরে এ খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে সরকারি বিভিন্ন স্থাপনা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সমর্থকদের বাসায় হামলা হয়। এরপর থেকে চসিকের কার্যক্রম কয়েকদিন বন্ধ ছিল।

এমআর/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *