পিরোজপুরের সাবেক এমপি বাবুল গাজী মারা গেছেন

পিরোজপুরের সাবেক এমপি বাবুল গাজী মারা গেছেন

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান (বাবুল গাজী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান (বাবুল গাজী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন গাজী নুরুজ্জামান (বাবুল গাজী)। দুইবার পিরোজপুর-১ আসনে নির্বাচন করেন তিনি। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীর নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গাজী নুরুজ্জামান আমাদের সকল সংগ্রামে ছায়ার মতো পাশে ছিলেন। দলীয় ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাকে হারানোর এই শোক আমাদের কাছে অসহনীয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক।

বাবুল গাজীর ভাই পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, আমার ভাই দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আজ দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল যোহর নামাজের পর পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা পিরোজপুর জেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখা একটি নক্ষত্রকে হারিয়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পিরোজপুরে জেলা বিএনপির বিভিন্ন আন্দোলন ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই হারিয়ে যাওয়ার শোক আমাদের কাছে অপূরণীয়। সৃষ্টিকর্তা তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুক।

এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *