হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হলো সাবেক এমপি ফজলে করিমকে

হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হলো সাবেক এমপি ফজলে করিমকে

ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে। 

ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে এসে পৌঁছায়। পরে কড়া র‍্যাব-পুলিশ পাহারায় ফজলে করিমকে সড়কপথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম থেকে রওনা দেয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বর্তমানে এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

ঘটনার পর বিজিবি জানায়, আটক বাকি দুজন হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা মো. নাঈম চৌধুরী। পরে তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়। সেই মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ছিলেন ফজলে করিম। 

এদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামেও সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলায় ইতোমধ্যে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ফজলে করিমকে চট্টগ্রাম আদালতে তোলার কথা ছিল। ওইদিন রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিল। তাদের মধ্যে একাধিক ব্যক্তিকে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ওইদিন পুলিশ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করেননি। 

এমআর/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *