মমেক হাসপাতালের ছারপোকা নির্মূলের দাবিতে সড়ক অবরোধ

মমেক হাসপাতালের ছারপোকা নির্মূলের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে ছারপোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন রোগীর স্বজনরা। বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে অবিলম্বে ছারপোকা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে ছারপোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন রোগীর স্বজনরা। বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে অবিলম্বে ছারপোকা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মমেক হাসপাতাল সংলগ্ন নগরীর চরপাড়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন রোগীর স্বজনরা। এতে ওই সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ছারপোকা নির্মূলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান। 

বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু (এনআইসিইউ) ওয়ার্ডের বেডে সম্প্রতি ছারপোকার উপদ্রব বাড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। বিষয়টি রোগীর স্বজনরা একাধিকবার চিকিৎসকদের অবহিত করলেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এতে ক্ষুব্ধ স্বজনরা এদিন দুপুরে ঐক্যবদ্ধ হয়ে হাসপাতাল সংলগ্ন নগরীর চরপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

হাফিজুল ইসলাম নামে এক স্বজন বলেন, সাত দিন বয়সী আমার শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে। সেখানে ছারপোকার কামড়ের চিহ্ন রয়েছে প্রতিটি শিশুর শরীরে। ঘটনাটি চিকিৎসক ও নার্সদের কয়েক বার বলেও কোনো প্রতিকার পাইনি।

নাদিরা আক্তার নামে অপর এক স্বজন বলেন, ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। ওয়ার্ডের প্রতিটি বেডে শত শত ছাড়পোকা দৃশ্যমান। এর ফলে শিশুদের রক্তশূন্যতা দেখা দিচ্ছে। অবিলম্বে এই বেডগুলো পরিবর্তন করা জরুরি।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে গড়ে ১৫০ থেকে ২০০ রোগী ভর্তি থাকে। এ কারণে এক সঙ্গে সকল বেড পরিবর্তন করা সম্ভব নয়। তাই প্রতিদিন ৫ থেকে ৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি সংশ্লিষ্টরা বিষয়টি অনুধাবন করবেন।

আমান উল্লাহ আকন্দ/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *