মব জাস্টিসের প্রতিবাদে যশোরে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে যশোরে মানববন্ধন

ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর।

ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুর্শীদ প্রাপ্তি বলেন, আইনের শাসন কায়েম হোক। একটি লোকও যেন প্রতিহিংসার শিকার না হয়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা এখনো উজ্জীবিত আছে এবং তারা এই ধরনের অসহিষ্ণু আচরণ করে ছাত্রসমাজকে কলঙ্কিত করছে। এ কাজ আমাদের নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম ছাত্রনেতা মাসুম বিল্লাহ বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে ছাত্রসমাজকে কলঙ্কিত করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাবি ও জাবিতে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, সবাইকে মব জাস্টিস বন্ধ করার আহ্বান জানাব। আপনারা ছাত্রসমাজের উপর ভরসা করুন। কারণ, ছাত্রসমাজ মাঠ ছাড়লে সুবিধাভোগীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। এই বাংলায় আর একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না। 

অ্যান্টনি দাস অপু/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *