ব্যাটিং ব্যর্থতার সাকিব বোলিংয়ে দুর্দান্ত 

ব্যাটিং ব্যর্থতার সাকিব বোলিংয়ে দুর্দান্ত 

সাকিব আল হাসানের ক্যারিয়ারের গ্রাফে ব্যাটিং যেন এক নিম্নমুখী সরলরেখা। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা আর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে সাকিবের ব্যাটে কবে বড় রান দেখা গিয়েছে তা রীতিমতো গবেষণা করে দেখার মতো। 

সাকিব আল হাসানের ক্যারিয়ারের গ্রাফে ব্যাটিং যেন এক নিম্নমুখী সরলরেখা। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা আর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে সাকিবের ব্যাটে কবে বড় রান দেখা গিয়েছে তা রীতিমতো গবেষণা করে দেখার মতো। 

টন্টনে শেষবার যেদিন ব্যাট করতে নেমেছিলেন সাকিব, সেদিন তিনিই ছিলেন সুপারস্টার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল। পেয়েছিলেন সেঞ্চুরি। আজ আবার মাঠে নেমেছিলেন। কাউন্টি ক্রিকেটে সারের হিয়ে ব্যাটিং অভিজ্ঞতাটা সুখের হলো না। ২৪ বলে ১২ রানের ইনিংসটা সাকিবের ব্যাটিং ফর্মের প্রতিচ্ছবি। 

তবে বোলিংয়ের সাকিব এখনো যেন ভরসার কেন্দ্র। সারে অধিনায়ক ররি বার্নস টানা বল করিয়েছেন সাকিবকে দিয়ে। টাইগার অলরাউন্ডারও দিলেন সেই আস্থার প্রতিদান। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও হলো সেটাই। 

তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত ২৫ ওভার বল করে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। 

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তার এমন বোলিংয়ের সুবাদেই কি না ম্যাচে সুবিধাজনক অবস্থায় আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে তাদের গুটিয়ে দিয়ে ছোট টার্গেটে ব্যাট করতে চাইবে সারে। 

এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যান্টনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে নাগালে রেখেছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে। 

আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট পড়েছে সাকিবের তোপে। ২৫ ওভার বল করে ৮৩ রানের খরচায় নিয়েছেন ৪ উইকেট। 

জেএ/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *