ঘাটাইলে এক দিনে চার মরদেহ উদ্ধার

ঘাটাইলে এক দিনে চার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপ‌জেলার বি‌ভিন্ন স্থান থে‌কে এক দিনে চারজ‌নের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (৮ সেপ্টেম্বর) ভোর হ‌তে বেলা ১১টা পর্যন্ত ঘাটাইল থানার পু‌লিশ সদস‌্যরা মর‌দেহগু‌লো উদ্ধার ক‌রে।

টাঙ্গাইলের ঘাটাইল উপ‌জেলার বি‌ভিন্ন স্থান থে‌কে এক দিনে চারজ‌নের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (৮ সেপ্টেম্বর) ভোর হ‌তে বেলা ১১টা পর্যন্ত ঘাটাইল থানার পু‌লিশ সদস‌্যরা মর‌দেহগু‌লো উদ্ধার ক‌রে।

জানা গে‌ছে, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একজনের মরদেহ পাওয়া য়ায়। প‌রে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পু‌লিশ। নিহত সৈয়দ মিয়া (২৪) কি‌শোরগঞ্জ সদরের ম‌তিউর রহমানের ছে‌লে। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে।

একই সময় উপজেলার কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি জলাশয়ের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন (৪০) নামের একজন ওষুধ ব‌্যবসায়ীর মরদেহ পাওয়া যায়। নিহত সাজ্জাদ উপজেলার কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। তিনি টাঙ্গাইল পৌরসভার বটতলা এলাকায় ওষুধের দোকান করতেন। উদ্ধার হওয়ার সাজ্জা‌দের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদি‌কে সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় রঞ্জু মিয়ার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জুলহাস উদ্দিন (৫৫) নামের এক শ্রমিক ট্যাংকিতে পড়ে মারা যান। তার বাড়ি উপজেলার চান্দশি গ্রামে।

একইদিন সর্বশেষ বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া সেতুর কাছে মোটরসাইকেল ও সিলিন্ডার গ‌্যাসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাহিন হাসান মুন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হন। তিনি উপজেলার লাউয়া গ্রামের জুলফিকারের ছেলে এবং ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল খান জানান, বি‌ভিন্ন ঘটনায় চারজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে সৈয়দ মিয়ার মর‌দেহ ব‌্যতীত বা‌কি মর‌দেহগু‌লো প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। সৈয়‌দের পরিবারের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। এ ছাড়া নিহত ওষুধ ব‌্যবসায়ীর প‌রিবার এক‌টি হত‌্যা মামলা দায়ের কর‌বে। এ বিষয়ে তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *