রাজবাড়ীতে শিশু মিনহাজ হত্যার বিচার দাবি

রাজবাড়ীতে শিশু মিনহাজ হত্যার বিচার দাবি

রাজবাড়ীতে শিশু মিনহাজুল শেখ (১২) হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীতে শিশু মিনহাজুল শেখ (১২) হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিশু মিনহাজ মোক্তার শেখের মালটা বাগান থেকে মালটা খাওয়ার অপরাধে তাকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হলেও অদৃশ্য কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এমনকি এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের শিশু মিনহাজুল শেখ (১২) হত্যা মামলার প্রধান আসামি মোক্তার সরদার গত ২৯শে সেপ্টেম্বর আদালত স্বেচ্ছায় স্ব- শরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন নেন।

শিশু মিনহাজুল হত্যা মামলার প্রধান আসামি মোক্তার গ্রেপ্তার না হওয়ায় এবং গ্রেপ্তারের আগেই তার জামিন হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *