কর্নেল অলির গাড়ি ভাঙচুর : ডা. প্রাণ গোপালের বিরুদ্ধে মামলা

কর্নেল অলির গাড়ি ভাঙচুর : ডা. প্রাণ গোপালের বিরুদ্ধে মামলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমেদকে হত্যা চেষ্টা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমেদকে হত্যা চেষ্টা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৬০ অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ডা. প্রাণ গোপাল দত্তকে।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আহমেদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, হুন্ডা শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, ডা. প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান টিপু, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

মামলার বিবরণে জানাজায়, ২০১৮ সালের ১২ জুলাই চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২ মমতাজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চান্দিনায় এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর হয়। ওই ঘটনায় ডা. প্রাণ গোপাল দত্তকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ড. রেদোয়ান আহমেদ।

ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়ে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *