৮৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো চেন্নাই টেস্টের প্রথম দিনে

৮৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো চেন্নাই টেস্টের প্রথম দিনে

অল্প সময়েই ভারতীয় স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ক্যারিয়ারের শুরু থেকেই তিন ফরম্যাটের উপযোগী ছন্দে ব্যাট চালিয়েছেন। মাত্র ৯ টেস্টেই স্পর্শ করেছেন হাজার রানের মাইলফলক। 

অল্প সময়েই ভারতীয় স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ক্যারিয়ারের শুরু থেকেই তিন ফরম্যাটের উপযোগী ছন্দে ব্যাট চালিয়েছেন। মাত্র ৯ টেস্টেই স্পর্শ করেছেন হাজার রানের মাইলফলক। 

চেন্নাই টেস্টের প্রথম দিনে সকালের আলোতে যখন ভারতের বাকি ব্যাটাররা ভুগেছেন, জয়সওয়াল তখনও ছিলেন দারুণ ছন্দে। ওপেনিংয়ে ক্রিজে এসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটি। সঙ্গে ভেঙেছেন ৮৯ বছরের আগের এক রেকর্ড। 

ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ১০টি হোম ম্যাচেই ৭৫০ রান করা ব্যাটার এখন ভারতের যশস্বী জয়সওয়াল। আর এই কীর্তির পথে তিনি ৮৯ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জর্জ হ্যাডলির করা রেকর্ড ভেঙেছেন। ক্যারিয়ারের প্রথম ১০ হোম টেস্টে হ্যাডলি করেছিলেন ৭৪৭ রান। ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে সেই রেকর্ড ছাড়ালেন ভারতীয় ওপেনার।

ঘরের মাঠে আগের ৯ ইনিংসে ৭১২ রান ছিল জয়সওয়ালের। আজ প্রথম সেশনে ৩৭ রান করার পর সেটাকে টপকে যান তিনি। পরে সেটা আরও বাড়িয়েছেন, করেছেন ফিফটিও। ৫৬ রানে যখন আউট হন তখন রেকর্ড গড়া রান নিয়ে গেছেন ৭৬৮ পর্যন্ত। 

রেকর্ডের পথে জর্জ হ্যাডলি ছাড়াও পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াদাদের রেকর্ডটি ৭৪৩ রানের। আগেই জয়সওয়ালের পেছনে ছিলেন ৬৮৭ রান করা জিম্বাবুয়ের ডেভ হিউস্টন এবং ৬৮০ রান করা উইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। 

এমনকি চলতি বছরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন জয়সওয়াল। ১২ ইনিংসে তার রান ৭৯৬। ২১ ইনিংসে ৯৮৬ রান করে সবার ওপরে জো রুট। তিনে আছেন ৭৪৮ রান করা কামিন্দু মেন্ডিস। 

চলতি বছরে ঘরের মাঠে সব টেস্টেই কমপক্ষে একবার ৫০ রান করেছেন জয়সওয়াল। সঙ্গে ভারতের ক্রিকেট ইতিহাসেও হয়েছে রেকর্ড। ভারতের হয়ে প্রথম ১০ টেস্টে সর্বোচ্চ ৯ বার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন সুনীল গাভাস্কার। জয়সওয়াল এখন পর্যন্ত ৮ বার পঞ্চাশ পেরিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ৫০ করতে পারলে স্পর্শ করবেন গাভাস্কারের কীর্তিকে। 

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *