৬০০ শ্রমিক-স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিষ্কার হবে আকুয়া খাল

৬০০ শ্রমিক-স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিষ্কার হবে আকুয়া খাল

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিষ্কার করা হবে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল। ৩০০ শ্রমিক এবং ৩০০ তরুণ স্বেচ্ছাসেবকের সমন্বয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে পুনরুজ্জীবিত হবে নগরীর গুরুত্বপূর্ণ এই খালটি। ফিরবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য।  

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিষ্কার করা হবে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল। ৩০০ শ্রমিক এবং ৩০০ তরুণ স্বেচ্ছাসেবকের সমন্বয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে পুনরুজ্জীবিত হবে নগরীর গুরুত্বপূর্ণ এই খালটি। ফিরবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য।  

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আকুয়া খাল পরিষ্কার কার্যক্রম শুরুর প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আকুয়া খাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘের এই খালটি বর্তমানে প্রায় মৃত। তবে যথাযথ পরিচর্যা এবং সকলের প্রচেষ্টায় এই খালটি পুনরুজ্জীবিত করা সম্ভব।  

সভায় জানানো হয়, একযোগে খালের ১২টি পয়েন্টে চলবে এই ক্লিন-আপ কর্মসূচি। এতে প্রয়োজনীয় যন্ত্রপাতির পাশাপাশি খালটির পরিষ্কার কাজে অংশ নেবেন মসিকের ৩০০ শ্রমিক। সেই সঙ্গে এই ক্লিন-আপ কার্যক্রমে আরও অংশ নেবেন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০০ কর্মী।  

সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আমান উল্লাহ আকন্দ/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *