৪০০ লিটার জ্বালানিসহ বুড়িচং যাচ্ছে বিআইডব্লিউটিএর ৫ স্পিডবোট

৪০০ লিটার জ্বালানিসহ বুড়িচং যাচ্ছে বিআইডব্লিউটিএর ৫ স্পিডবোট

চলমান বন্যা পরিস্থিতিতে ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ২৩টি স্পিডবোট।

এসব স্পিডবোট উদ্ধারকারী দলসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আরও ৩টি স্পিডবোট চালক ও উদ্ধারকারী দলসহ বুড়িচং পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিএ এর জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, আজ সন্ধ্যায় আশুগঞ্জ কার্গো ঘাট থেকে  ৩টি স্পিডবোট ট্রাকে করে বুড়িচং পাঠানো হয়েছে। এসব স্পিডবোটে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছে। সহায়তার সুবিধার্থে এই তিনটি স্পিডবোট ড্রাইভারের নাম ও মোবাইল নম্বরও জানানো হয়েছে। চালকদের নাম ও নম্বর যথাক্রমে মো. লাদেন : 01300536329,  মো. বিশাল :  01996511379 এবং মো. সাব্বির : 01743076104।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, এসব বোটের সঙ্গে ৪০০ লিটার অকটেন, ১৬ লিটার মবিল দেওয়া হয়েছে। কুমিল্লার বুড়িচং এর নানুয়ার বাজার বা ভুরভুরিয়া বাজার থেকে তারা কার্যক্রম শুরু করবেন। রাত ১১টা নাগাদ তারা নির্ধারিত স্থানে পৌঁছানোর সম্ভাব্য সময় জানানো হয়েছে।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকেই ফেনী এবং কুমিল্লায় বিআইডব্লিউটিএ এর ২০টি স্পিডবোট ও উদ্ধারকারী দল কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও বন্যার্তদের সহায়তার জন্য বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরএইচটি/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *