‘২৫ বছর ধরে গান করছি, জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি’

‘২৫ বছর ধরে গান করছি, জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি’

সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন কনসার্টে দর্শকদের হট্টগোল, নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে প্রবেশ করার মতো ঘটনা ঘটছে। যা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ডসহ কনসার্টের আয়োজকদের। 

সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন কনসার্টে দর্শকদের হট্টগোল, নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে প্রবেশ করার মতো ঘটনা ঘটছে। যা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ডসহ কনসার্টের আয়োজকদের। 

সবশেষ গত ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র সামনে এসেছে। যেখানে একদল মানুষ নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে প্রবেশ করেছে। 

এরপর পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 

কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। 

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে জোহাদ লিখেছেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?’

‘খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শোটি উপভোগ করছিল।’

দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।’

‘সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, এই দেশে গান কখনো থামবে না।’

এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *