২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী।  

ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী।  

সিরি-আ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃবিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি ইন্টারন্যাশিওনালে মিলানো লাউতারো মার্টিনেজের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবের  চুক্তি সম্পন্ন হয়েছে।’

নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে লাউতারো ইন্টার থেকে নয় মিলিয়ন ইউরো মূল বেতন পাবে। আগের চুক্তিটি দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল।

ইন্টার সভাপতি গুইসেপ্পে মারোত্তা গত মাসে জানিয়েছিলেন তিনি ইতোমধ্যে লাউতারোর সাথে নতুন চুক্তি সম্পর্কে আলোচনা সম্পন্ন করেছেন। কিন্তু কোপা আমেরিকার জন্য ছুটিতে থাকার কারনে নতুন চুক্তির কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পেছনে লাউতারোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটিসহ পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচ গোল। এ ছাড়া গত চার মৌসুমে ইন্টারকে দ্বিতীয় সিরি-এ শিরোপা জয়েও সহযোগিতা করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে মিলান লিগ শিরোপা ঘরে তুলে। এই জয়ে অধিনায়ক লাউতারো ৩৩ লিগ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেছেন।

আবারো ইন্টারের সাথে লাউতারোর থাকা সিদ্ধান্তে সিরি-আ চ্যাম্পিয়নরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হঠাৎ করেই ইন্টারের মালিকানা পরিবর্তিত হওয়ায় লটারোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। ২০তম লিগ শিরোপা জয়ের মাত্র একদিন আগে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াকট্রি ইন্টারের দায়িত্ব নেয়। বিদায়ী মালিক স্টিভেন ঝ্যাং ও সানিং শত শত কোটি টাকার ঋণখেলাপি করে গেছেন। যদিও তাদের অধীনে ইন্টার দুটি সিরি-এ শিরোপাসহ সাতটি শিরোপা জয় করেছে। এ ছাড়া দুটি ইউরোপীয়ান ফাইনালেও খেলেছে ইন্টার।

এ মাসেই কোচ সিমোনে ইনজাগি ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তারকা মিডফিল্ডার নিকোলো বারেলা ইউরো ২০২৪’কে সামনে রেখে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। শনিবার জেনোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার তাদের সিরি-আ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে।

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *