হোয়াটসঅ্যাপে ভিডিও-ভয়েস কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ভিডিও-ভয়েস কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। গুগল মিট বা জুমে ঠিক যেমনটা হয়ে থাকে এবার সেই পথেই হাঁটছে থাকছে এই সংস্থা। এর সঙ্গেই গুগল মিট বা জুমের মতো আরেকটা ফিচার নিয়েও হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারে চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে।

ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। গুগল মিট বা জুমে ঠিক যেমনটা হয়ে থাকে এবার সেই পথেই হাঁটছে থাকছে এই সংস্থা। এর সঙ্গেই গুগল মিট বা জুমের মতো আরেকটা ফিচার নিয়েও হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারে চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে।

ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক অন্য ইউজারের সঙ্গে বা কোনো গ্রুপে শেয়ার করার সুবিধা কিন্তু বর্তমানে আছেই হোয়াটসঅ্যাপে। তার পরেও নতুন করে বিষয়টা আপগ্রেড কেন করা হচ্ছে, তা অনেককেই ভাবিয়ে তুলবে। কারণ আর কিছুই নয়। এখন যে পদ্ধতিতে তা করতে হয়, তার জন্য পেরোতে হয় বেশ কয়েকটা ধাপ, যা অনেক ইউজারেরই অজানা। 

জানা যাচ্ছে, তার বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বার-এ। তাতে ইউজারের এক দিকে যেমন সুবিধা হবে, অন্য দিকে তেমনই সময়ও বাঁচবে।

সবার প্রথমে যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্রাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। গ্রুপ হলে ওপেন করতে হবে তার চ্যাট উইন্ডো। এবার কল আইকনে ক্লিক করতে হবে। নিচে পাওয়া যাবে ক্রিয়েট কল লিঙ্ক। এবার বেছে নিতে হবে কল টাইপ, প্লাস বাটনে ক্লিক করে।

ভিডিও না ভয়েস কল, তা বেছে নেওয়ার পরে নিচে সবুজ কল লিঙ্ক এসে যাবে। এবার সেটা অন্য ইউজার বা গ্রুপে শেয়ার করলেই হলো। শুধু মনে রাখতে হবে, যিনি লিঙ্ক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন, উভয় পক্ষকেই কথা বলার জন্য জয়েন কল বাটন ট্যাপ করতে হবে, একমাত্র তার পরেই কল কানেক্টেড হবে।

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *