দিনাজপুরের হাকিমপুরের হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেই বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দিনাজপুরের হাকিমপুরের হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেই বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পুড়ে যাওয়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে সূর্য (২০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা নাঈম (২৩)।
এ বিষয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান জানান, গতকাল সোমবার আগুনের খবর পেয়ে সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের পৌর মেয়রের বাড়িতে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে আগুনে পুড়ে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
ইমরান আলী সোহাগ/আরএআর