সদ্য প্রকাশিত এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রোববার ঢাকাসহ দেশের ৮টি শিক্ষাবোর্ডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন।
সদ্য প্রকাশিত এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রোববার ঢাকাসহ দেশের ৮টি শিক্ষাবোর্ডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন।
এর প্রতিবাদে সোমবার (২১ অক্টোবর) মনববন্ধন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা বিক্ষোভ মিছিলও করেছেন।
এদিন সকালে রাজধানীর বখসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপি দেওয়ার পরও যদি কোনো উন্নতি না হয় তাহলে তারা কর্মবিরতিতে চলে যাবেন।
শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছিল। এরপর বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে এই ফলও এখন মানতে চাইছেন না শিক্ষার্থীরা। প্রকাশিত ফল বাতিলের দাবিতে গতকাল রোববার ঢাকাসহ আট শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। এর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ শিক্ষার্থী।
এনএম/এমএসএ