হল মসজিদ সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

হল মসজিদ সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মসজিদে নামাজ পড়ার জায়গা সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন হলটির শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মসজিদে নামাজ পড়ার জায়গা সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন হলটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপাচার্য ড. নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

স্মারকলিপিতে মসজিদের এই ছোট আয়তনের সমস্যা সমাধানকল্পে দুটি প্রস্তাবনা রেখেছেন শিক্ষার্থীরা। প্রস্তাবনাসমূহ হলো- 

১. পুরাতন ভবনের মসজিদের পুরো ফ্লোর এবং সামনের দিকে সম্প্রসারণের পাশাপাশি বহুতল করা।

২. প্রথম প্রস্তাবনা সম্ভব না হলে পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন নতুন মসজিদের ব্যবস্থা করা।

স্মারকলিপিতে বলা হয়, হলের নতুন ভবনে মসজিদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় দুটি রুমকে মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। তাছাড়া আমাদের হলের পুরাতন মসজিদেও জায়গার পরিমাণ খুবই কম। পুরাতন মসজিদে সর্বোচ্চ ১৫০ জন দাঁড়াতে পারে বাকিদের করিডোর, হল গার্ডেন, রাস্তা ইত্যাদি জায়গায় দাঁড়াতে হয়। আর নতুন ভবনে বরাদ্দ দেওয়া দুটি রুমে সর্বোচ্চ ২০০ জন দাঁড়াতে পারবে। অথচ আমাদের পুরাতন এবং নতুন ভবন মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর বসবাস হবে। সেখানে জুমার সালাত আদায় করতে আমাদের খুবই হিমশিম খেতে হবে।

এতে আরও বলা হয়, আমরা মনে করি ছাত্রদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম কর্তব্য। তাই আমাদের দাবি, অন্তত ১৫০০ জন শিক্ষার্থী নামাজ পড়তে পারবে এমন মসজিদ নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সোলায়মান, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. তৈয়্যেবুর রহমান, ফিন্যান্স বিভাগের মো. মাহবুব আলম মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *