হত্যাকাণ্ডের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ম্লান হবে

হত্যাকাণ্ডের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ম্লান হবে

আইনের শাসন কায়েম করে জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের নিশ্চয়তা প্রদান না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আইনের শাসন কায়েম করে জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের নিশ্চয়তা প্রদান না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ড. ইউনূসের অনেক সুনাম আছে। আমরা সেই সুনামের প্রতিফলন দেখতে চাই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে গণ-আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, ভয়ংকর জুলাইয়ে নারকীয় গণহত্যার অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সবার সমর্থন আছে। কিন্তু তাদের কাজের গতি যদি ধীরে হয় তাহলে এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। আপনারা একটি বিপ্লবী সরকার।

বিএনপির এই নেতা বলেন, শহীদ মাহামুদুর রহমান সৈকত নিজের জীবন দিয়ে আমাদের মুক্ত বাতাসে নিয়ে এসেছে। সে একজন ভালো ছাত্র ছিল। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। অথচ তার আগেই বিদায় নিতে হয়েছে। তার বিদায় স্বাভাবিক ছিল না। তার মতো শহীদদের জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে গোটা জাতি কারাগার থেকে বেরিয়ে বিশুদ্ধ বাতাস নিতে পারছে।

শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য কী এত রক্ত, এত লাশের দরকার ছিল প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, এই বাচ্চাদের লাশ দেখে তিনি (শেখ হাসিনা) খুশি হয়েছিলেন! আজ তার একটি ছবি ভাইরাল হয়েছে। তিনি তার মেয়ের সঙ্গে দিল্লিতে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। কতটা নির্লজ্জ সে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

এএইচআর/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *