হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফউদ্দিন

হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফউদ্দিন

জাতীয় দলে ফিরেছিলেন বড় রকমের প্রত্যাশা নিয়ে। লম্বা ইনজুরির পর বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন। কথা ছিল ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্লাইট তিনি ধরবেন। কিন্তু, সেটা আর হয়নি শেষ পর্যন্ত। 

জাতীয় দলে ফিরেছিলেন বড় রকমের প্রত্যাশা নিয়ে। লম্বা ইনজুরির পর বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন। কথা ছিল ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্লাইট তিনি ধরবেন। কিন্তু, সেটা আর হয়নি শেষ পর্যন্ত। 

ডেথ ওভারে কার্যকরী কিছু করে দেখাতে না পারা এবং দলের প্রতি নিবেদন– এই দুই ইস্যুকে সামনে রেখেই বাদ পড়ে যান সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে এসে তানজিম হাসান সাকিব ছিলেন আরও দুর্ধর্ষ। বিশ্বকাপের পুরোটা সময় সাইফউদ্দিন কাটিয়েছেন দেশের মাটিতে টিভিসেটের সামনে। এমনকি সেই সময়ে বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাক পেলেও নিয়েছিলেন ছুটি।

সাইফউদ্দিন অবশ্য এরপরেই ডাক পেয়ে যান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। যেখানে ও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসার আবেদনও করেছিলেন। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখান থেকেও আসেনি ভিসা। তার বদলে দলটি ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে টেনেছে। 

পরপর দুই টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়ার পর একরকম মানসিক অবসাদেই ভুগছেন সাইফউদ্দিন। যার রেশ ধরেই দুই মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানান, ‘এ-দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ। যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় সে নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’ 

বিসিবির সেই নির্বাচক বিষয়টিকে আমলে নিয়েছেন। সঙ্গে এও জানান, সাইফউদ্দিন ঢাকায় এলেই এই বিষয়ে আলাপ করা হবে। 

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ৪ ম্যাচে পেয়েছিলেন ৮ উইকেট। এমন পারফর্মের পরেও বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিয়েছিলেন ছুটি। সবমিলিয়ে ব্যস্ততা আর মানসিক অবসাদের মাঝেই ছিলেন সাইফউদ্দিন। 

বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু, শেষ পর্যন্ত সেখান থেকেও হতাশাই প্রাপ্তি হয়েছে টাইগার পেস বোলিং অলরাউন্ডারের। 

সবমিলিয়ে সাইফউদ্দিনকে দেশে রেখেই পাকিস্তানে উড়াল দিতে পারে বাংলাদেশ এ দল। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।  নতুন সূচিতে চারদিনের ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট। তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। নতুন সূচি অনুযায়ী, এই তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *