রাজধানী ঢাকায় বিভিন্ন স্টেডিয়ামে রয়েছে দোকান। স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্ত ভাড়ার চেয়ে বিদ্যমান দোকানদারদের প্রদেয় ভাড়ায় অনেক বেশ-কম। উদ্ভুত বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি করেছে।
রাজধানী ঢাকায় বিভিন্ন স্টেডিয়ামে রয়েছে দোকান। স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্ত ভাড়ার চেয়ে বিদ্যমান দোকানদারদের প্রদেয় ভাড়ায় অনেক বেশ-কম। উদ্ভুত বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি করেছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অণুবিভাগের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম সদস্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব শামীমা আক্তার কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন।
এই কমিটি দোকানের লীজ প্রক্রিয়া, এতে ক্রীড়া পরিষদের লাভ কি হয়েছে, আইনগত দিকের পাশাপাশি বর্তমান আর্থিক বাস্তবতার বিষয়ও পর্যালোচনা করবে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করতে হবে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কয়েক দিন আগে নিজেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দোকান পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক পরিদর্শনে বেশ কিছু অসঙ্গতি তার চোখে পড়েছিল। তখনই তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে এই কমিটি গঠন।
এইচজেএস