সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে নাশকতা মামলার আসামি জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে নাশকতা মামলার আসামি জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেদুয়ান আহমদ বাপ্পী (৪০) সিলেট নগরের শেখঘাট এলাকার মৃত শহীদ উল্লার ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগপন্থি কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার মো. মশিউর রহমান সোহেল বলেন, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আজ (মঙ্গলবার) বিকেলে গ্রেপ্তার করি। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও এই মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব কাজ করছে বলে জানান অফিসার মো. মশিউর রহমান সোহেল।
মাসুদ আহমদ রনি/এএমকে