সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৫

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ নামে আরও দুই ব্যক্তি। নিহত রেজাউল করিম ও আব্দুল মজিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি। 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. লাবিব ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুজনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। এঘটনায় গুরুতর আহত আরেকজনকে বগুড়া নেওয়া হয়েছে বলে শুনেছি। নিহত দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুভ কুমার ঘোষ/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *