নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কৃষকদলের সাবেক চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কৃষকদলের সাবেক চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের বাজার এলাকার মো. রুবেল (৩৪), মৃত নূর উদ্দিনের ছেলে জুয়েল রানা (২২), তাজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সুজন, মৃত নূর উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪১)।
এদের মধ্যে মো. রুবেল ৫নং ওয়ার্ড কৃষকদল কর্মী, জুয়েল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের কোষাধ্যক্ষ, সাদিকুল ইসলাম সুজন ৫নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং মো. সোহেল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, র্যাব আজ (মঙ্গলবার) সকালে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
তারা কৃষকদলের নেতাকর্মী কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা আমি নিশ্চিত না। এই মুহূর্তে বলতে পারছি না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক তৈয়ম হোসেন বলেন, তাদের (আসামিরা) কমিটি আমরাই দিয়েছিলাম। কিন্তু পরে তাদের বিরুদ্ধে মারামারিসহ অনেক অভিযোগ পাওয়ার পর তখন আমরা এই কমিটি বিলুপ্ত করে দিই। বর্তমানে তারা আমাদের কৃষকদলের কেউ নন।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব এসএইচ মুন্না বলেন, বর্তমানে তারা আমাদের দলের কেউ নন। তাই তাদের কর্মকাণ্ডের দায়ভার কৃষকদলের নয়।
এএমকে